মুম্বই: দক্ষিণী অভিনেত্রী হয়ে 'কান্তারা' দেখেননি, এই ঘটনাকে কেন্দ্র করে এর আগেই যথেষ্ট ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। শুধু ট্রোলিং নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রির 'সিনিয়র' অভিনেতা অভিনেত্রীদের সম্মান না করারও অভিযোগ তোলা হয়েছিল তাঁর দিকে। অনুরাগীদের একাংশ দাবি জানিয়েছিলেন রশ্মিকাকে বয়কট করারও। এবার 'কান্তারা' (Kantara) বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী খোদ।                                                                                                                                         


মুক্তি পাওয়ার পরেই ভূয়সী প্রশংসা পেয়েছে 'কান্তারা'। দক্ষিণী ভাষার এই ছবি মুক্তি পেয়েছে বিভিন্ন ভাষাতেও। বিভিন্ন ভাষায় দর্শকদের মন কেড়েছে এই ছবি। কিন্তু দক্ষিণের নায়িকা হয়ে নাকি এই ছবিই দেখেননি রশ্মিকা! কিন্তু সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে রশ্মিকা জানান, তিনি এই ছবি দেখে ফেলেছেন ইতিমধ্যেই।                                                                                                         


আরও পড়ুন: Jitu and Nabanita: ''খুব বড়ো শিক্ষা, পরশুরাম বাবু আপনিই শ্রেষ্ঠ' পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে ফেসবুক পোস্ট নবনীতার


রশ্মিকা বলেছেন, 'কান্তারা' মুক্তির ২-৩ দিনের মাথায় আমায় প্রশ্ন করা হয়েছিল আমি 'কান্তারা' দেখেছি কি না। সেই সময়ে আমি কান্তারা দেখার সময় করে উঠতে পারিনি। কিন্তু সদ্যই আমি 'কান্তারা' দেখা শেষ করলাম। ছবিটি অনবদ্য, মন ছুঁয়ে গিয়েছে আমার। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, পরিচালককে শুভেচ্ছা জানানো ছাড়া নতুন করে আমার আর কিছু বলার নেই। এমনিতেই এই ছবি দর্শকদের মন জয় করেছে।'                                                                                                                   


সাংবাদিকরা ব্যক্তিগত প্রশ্ন করায় রশ্মিকা জানান, তাঁর ব্যক্তিগত জীবনের চেয়ে কাজের জায়গা অনেক বেশি গুরুত্বপূর্ণ।