ব্যাঙ্গালোরঃ বয়স মাত্র ১০। আর এই বয়সেই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে নজির। চলতি বছরের ইয়ং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অ্যাওয়ার্ড ঝুলিতে পুরে নিল ব্যাঙ্গালোরের বিদ্যুন আর হেব্বার। যে ছবিটির জন্য শিরোপা পেয়েছে বিদ্যুন তা হল একটি মাকড়শার জাল দিয়ে গড়া একটি তাঁবু, ছবিটির নাম রাখা হয়েছে 'ডোম হোম'। বিচারকের আসনে থাকা একজন রস কিডম্যান কক্স বলেন, 'খুব সুন্দর করে ছবিটি তোলা হয়েছে। ফোকাস একদম সঠিক ছিল। একটি মাকড়শাকে ক্যামেরাবন্দি করার অভিনবত্ব ধরা পড়েছে এই ছবির মধ্যে।' তিনি আরও বলেন, 'এই ছবির মধ্যে দিয়ে শিল্পীর প্রতিভা ও দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। ক্রিয়েটিভ ব্যাকড্রপটা দুর্দান্ত। যেভাবে এই ছবিটি ফ্রেমবন্দি করা হয়েছে তা দেখে ভীষণ খুশি হয়েছি আমি। জালিকাটা খুব সুন্দরভাবে চোখে পড়েছে।'
নিজের এই সৃষ্টি সম্পর্কে হেব্বার বলে, 'ফোকাস করাটাই আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ যখনই কোনও যানবাহন পাশ দিয়ে যেত, তখনই সেই জালিকাটা কেঁপে উঠল প্রত্যেকবার। ফলে নির্দিষ্ট ফোকাস করাটা সময় সাপেক্ষ ছিল।'
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ১৯৬৫ সাল থেকে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় মোট ১৯টি আলাদা আলাদা ক্যাটাগরি ছিল। তার মধ্যে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ক্যাটাগরিও ছিল। প্রতিটি ছবিকে তার মৌলিকত্ব, উৎকর্ষতা ও আরও বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বিবেচনা করে তবেই প্যানেলের বিচারকরা বেছেছেন সেরা ছবি।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর থেকে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, আজ থেকে খুলল এই পর্যটন কেন্দ্র । উত্তরবঙ্গের পর্যটকদের কাছে বহুদিনই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক। অনেকে এখানে সাফারি করার জন্য পাহাড়ে ওঠার আগে একদিন থেকেও যান সমতলে। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর পার্কের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। যদিও পার্ক খোলা হলেও পর্যটকের সংখ্যা কিছুটা কম। তবে কর্তৃপক্ষের আশা, পার্কে দ্রুত ভিড় জমাবেন পর্যটকেরা। করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০এর মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয় পার্ক। এরপর আবার চালু করলেও ২০২১ এ মে মাসে পার্ক বন্ধ করে দেওয়া হয়। এতদিন পর পার্ক খোলায় খুশি পর্যটকেরা।