নয়াদিল্লি: ১৯১৮ সালে যখন অতিমারী স্প্যানিশ ফ্লু প্রত্যক্ষ করেছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র চার বছর। আর এখন ১০৬ বছর বয়সে কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন দিল্লির এক বাসিন্দা। তাঁর পুত্রও কোভিড আক্রান্ত, বয়স ৭০ বছর। কিন্তু ছেলের থেকে আগে সুস্থ হয়ে উঠেছেন এই প্রবীণ নাগরিক।
রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে এই প্রবীণ ব্যক্তি সুস্থ হওয়ার পর তাঁকে নিতে আসেন তাঁর স্ত্রী, অপর এক পুত্র এবং এক আত্মীয়।
হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক বলেন, দিল্লিতে উনিই সম্ভবত একমাত্র রোগী যিনি একদা স্প্যানিশ ফ্লু দেখেছেন, আবার করোনা রোগেও আক্রান্ত হলেন। তবে তিনি শুধু সুস্থই হননি, নিজের চিকিৎসাধীন ছেলেরও আগে সুস্থ হতে পেরেছেন।
১০২ বছর আগে স্প্যানিশ ফ্লু সংক্রমণ ঘটে এবং এতে গোটা বিশ্বে মারা যান প্রায় চার কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধে সেনারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার সময়ে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। ভারতেও এই রোগের প্রাদুর্ভাব ঘটে কলকাতা, চেন্নাই, মুম্বই প্রভৃতি বন্দর পথে যাতায়াতের কালে। চিকিৎসকরা বলেন, উনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন কিনা সেটা আমরা এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে উনি কোভিডের সঙ্গে লড়াইয়ে যে মনোবলের দৃষ্টান্ত তৈরি করেছেন তা আমাদের সকলেরই শেখার মতো।
করোনাকে হারালেন ১০৬ বছরের দিল্লির বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2020 08:49 AM (IST)
হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক বলেন, দিল্লিতে উনিই সম্ভবত একমাত্র রোগী যিনি একদা স্প্যানিশ ফ্লু দেখেছেন, আবার করোনা রোগেও আক্রান্ত হলেন। তবে তিনি শুধু সুস্থই হননি, নিজের চিকিৎসাধীন ছেলেরও আগে সুস্থ হতে পেরেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -