রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে এই প্রবীণ ব্যক্তি সুস্থ হওয়ার পর তাঁকে নিতে আসেন তাঁর স্ত্রী, অপর এক পুত্র এবং এক আত্মীয়।
হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক বলেন, দিল্লিতে উনিই সম্ভবত একমাত্র রোগী যিনি একদা স্প্যানিশ ফ্লু দেখেছেন, আবার করোনা রোগেও আক্রান্ত হলেন। তবে তিনি শুধু সুস্থই হননি, নিজের চিকিৎসাধীন ছেলেরও আগে সুস্থ হতে পেরেছেন।
১০২ বছর আগে স্প্যানিশ ফ্লু সংক্রমণ ঘটে এবং এতে গোটা বিশ্বে মারা যান প্রায় চার কোটি মানুষ। প্রথম বিশ্বযুদ্ধে সেনারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার সময়ে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। ভারতেও এই রোগের প্রাদুর্ভাব ঘটে কলকাতা, চেন্নাই, মুম্বই প্রভৃতি বন্দর পথে যাতায়াতের কালে। চিকিৎসকরা বলেন, উনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন কিনা সেটা আমরা এখনও নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে উনি কোভিডের সঙ্গে লড়াইয়ে যে মনোবলের দৃষ্টান্ত তৈরি করেছেন তা আমাদের সকলেরই শেখার মতো।