কলকাতা: ভোর রাত থেকেই ঝমঝমে বৃষ্টি শহরজুড়ে। রবিবার সন্ধে থেকেই শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে সকাল থেকেই কলকাতায় ভারী  বৃষ্টি। এছাড়াও, বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে।

নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।