কলকাতা: ভোর রাত থেকেই ঝমঝমে বৃষ্টি শহরজুড়ে। রবিবার সন্ধে থেকেই শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে সকাল থেকেই কলকাতায় ভারী বৃষ্টি। এছাড়াও, বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে।
নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভোর থেকে ভারী বৃষ্টি, সারাদিনই চলবে কি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2020 07:49 AM (IST)
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -