হাপুর (উত্তরপ্রদেশ): প্রিয় অভিনেতার চলে যাওয়া মেনে নিতে না পেরে তাঁরই কায়দায় আত্মহত্যা করল ১২ বছরের ছেলে। সদ্যপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের, বলতে গেলে অন্ধ ভক্ত বলতে যা বোঝায়, তা-ই ছিল সে। সুশান্ত যেভাবে নিজের ফ্ল্যাটে গলায় দড়ির ফাঁস লাগিয়ে এক সপ্তাহ আগে আত্মহত্যা করেছেন, সেভাবেই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া কিশোর গত শনিবার চরম পদক্ষেপ করেছে বলে তার পরিবারের দাবি। তারা জানিয়েছে, ছেলে টিভির পর্দা থেকে চোখ সরাত না সুশান্তের মৃত্যু সংক্রান্ত খবর চলার সময়।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার সর্বেশ মিশ্র জানিয়েছেন, আত্মঘাতী কিশোরের বাবা গ্রেটার নয়ডার একটি বেসরকারি ফার্মের ইঞ্জিনিয়ার। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন। ছেলেটির মা, দিদি, ঠাকুমা-পরিবারের বাকিরাও বাড়িতে উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এক সময় উপরতলায় ছেলেটি নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। পরিবারের অনুরোধে দেহের ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন এএসপি। তিনি বলেছেন, ছেলেটির নিজের জীবনে দাড়ি টেনে দেওয়ার সম্ভাব্য আর কোনও কারণ দেখা যাচ্ছে না। আমরা অভিভাবকদের বলছি, ছেলেমেয়েদের সোস্যাল মিডিয়ায় মন খারাপ করে দেওয়া, হতাশা, বিষাদের খবর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন।
সুশান্ত অনুগামীদের তাঁর ফেলে যাওয়ায় শূন্যতার মধ্যে আত্মহত্যার ঘটনা এটাই প্রথম নয়। এটি এধরনের তৃতীয় ঘটনা। গত ১৬ জুন বেরিলিতে ক্লাস টেনের এক পড়ুয়া প্রিয় তারকার মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে গলায় ফাঁস পরে। সুইসাইড নোটে সে লিখে যায়, ও পারলে, আমি কেন পারব না! তার আগে সুশান্তকে হারানোর শোক সামলাতে না পেরে আত্মঘাতী হয় একটি মেয়েও।