LIVE UPDATES: ট্রেনে কাটা পড়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
ভুসাওয়াল থেকে জালনার পথ ধরা ওই শ্রমিকরা লকডাউনের মধ্যে হেঁটে মধ্য প্রদেশ ফিরছিলেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
08 May 2020 10:51 AM
প্রেক্ষাপট
মুম্বই: মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে ঘরে ফিরতে চাওয়া এক দল শ্রমিকের ওপর দিয়ে মালগাড়ি চলে গিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। ভুসাওয়াল থেকে জালনার পথ ধরা ওই শ্রমিকরা লকডাউনের মধ্যে হেঁটে মধ্য প্রদেশ ফিরছিলেন।
আওরঙ্গাবাদের কারমাডে তাঁদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। রেল লাইনের ধার ধরে হাঁটছিলেন তাঁরা, ক্লান্ত হয়ে পড়ায় ঘুমিয়ে পড়েন রেল লাইনের ওপরেই।
পেট্রোল-ডিজেল বোঝাই ট্রেনটি নান্দেদ থেকে মানমাড যাচ্ছিল। পথে গান্ধেজলগাঁও গ্রামে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ওই শ্রমিকদের মধ্যে ৫ জন আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -