পূর্ব বর্ধমান: এবার তাঁর পথই অনুসরণ করতে চলেছেন ১৬ থেকে ১৭ জন তৃণমূল সাংসদ। কাঁকসার চা-চক্রে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সদ্য তৃণমূলত্যাগী সুনীল মণ্ডল। তাঁর দাবি, ১৬ থেকে ১৭ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। চা-চক্রে যোগ দিয়ে জেলায় বিজেপির একাধিক কর্মসূচির ঘোষণা করেন তিনি এদিকে ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা পেলেও পাইলট কার চেয়েছেন পূর্ব বর্ধমানের সাংসদ। যা নিয়ে সাংসদকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।


বর্ধমান পূর্ব সাংসদ তথা বিজেপি নেতা সুনীল মণ্ডল বলেন, আরও ১৬-১৭ জন তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দেবেন। ৩১ জানুয়ারির মধ্যে তৃণমূল খালি হয়ে যাবে। বিধানসভা ভোটে তৃণমূল ৩ নম্বর হবে কিনাও সন্দেহ, প্রার্থীই পাবে না। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে মেগা জয়েনএর পর থেকেই তৃণমূলে আরও ভাঙন ধরবে বলে হুঙ্কার দিয়ে আসছে গেরুয়া শিবির। এই প্রেক্ষিতে এবার চাঞ্চল্যকর দাবি করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল।


সুনীল মণ্ডলের এই বক্তব্যের কটাক্ষ করেছে তৃণমূল। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, দলে গুরুত্ব বাড়ানোর জন্য বলতেই হবে। কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, কে গেল তাতে আমাদের দলের কিছু যায় আসে না, মমতা যেদিকে বাংলা সেদিকে থাকবে।


উল্লেখ্য, ২৬ ডিসেম্বর, কলকাতায় হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে যাওয়ার মুখে হামলার মুখে পড়ে সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি। এরপরই কেন্দ্রের তরফে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। কিন্তু তার পরেও আশঙ্কায় ভুগছেন তিনি। সুনীল মণ্ডল বলেন, এখন তিনজন নিরাপত্তারক্ষী আমার সঙ্গে থাকেন। যেভাবে হামলা হচ্ছে তাতে গাড়ি সারানোর মতো টাকা নেই। পাইলট কারের জন্য অমিত শাহকে জানিয়েছি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় বলেন, বিজেপিতে এখন আদি-নব্য সংঘাত চলছে। তাই হয়তো নিরাপত্তা চাইছেন।