বিকানীর: জাতীয় ভারোত্তলক চ্যাম্পিয়ন এবং স্বর্ণপদকজয়ী অ্যাথলিটের করুণ মৃত্যু। রাজস্থানের বিকানীরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মাত্র ১৭ বছরেই প্রাণ হারালেন ভারোত্তলক ইয়াস্তিকা আচার্য (Yashtika Acharya)। সমাজমাধ্যমে এক হৃদয়বিদারক ভিডিয়ো (Powerlifter's Death) ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কীভাবে একটি ২৭০ কেজির রড আচমকা তার ঘাড়ে এসে পড়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আর এই ভিডিয়ো দেখে নেটমাধ্যমে ছড়িয়েছে শোকের আবহ।

জিমে প্রশিক্ষণের সময় তার প্রশিক্ষকের তত্ত্বাবধানে ২৭০ কেজি ভার নিয়ে স্কোয়াট করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন ইয়াস্তিকা, আর তাতেই সেই ২৭০ কেজির বারবেল পিছলে এসে পরে তার ঘাড়ের উপরে, ভয়ানক চোট (Powerlifter's Death) পান তিনি। রিপোর্ট বলছে, সেই ঘটনাস্থলেই ইয়াস্তিকাকে সিপিআর দেওয়া হয় যাতে তাঁকে বাঁচানো যায়। তারপর কোনো দেরি না করেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিন্তু সমস্তরকম চেষ্টার পরেও চিকিৎসকরা জানান যে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বিকানীরের আচার্য চক অঞ্চলের এক প্রতিভাশালী অ্যাথলিট ছিলেন ইয়াস্তিকা আচার্য। তার সমস্ত অর্জন দিয়ে দেশের গর্ব হয়ে উঠেছিলেন তিনি। আর তার এই অকালপ্রয়াণ ভারতীয় ক্রীড়া দুনিয়ায় এক গভীর ক্ষত তৈরি করে গেল। সম্প্রতি ২৯তম রাজস্থান রাজ্য সাব-জুনিয়র ও সিনিয়র পুরুষ ও মহিলা ইকুইপড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন ইয়াস্তিকা আচার্য (Yashtika Acharya)। আলোয়ারে হয়েছিল এই প্রতিযোগিতা। রাজস্থান রাজ্য ভারোত্তলন অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। এছাড়া গোয়াতে আয়োজিত ৩৩তম জাতীয় বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে ক্লাসিক ক্যাটাগরিতে রৌপ্য এবং ইকুইপড ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছিলেন ইয়াস্তিকা। এই ভারোত্তলনের অনেক রকম বিভাজন রয়েছে, স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফট ইত্যাদি। যদিও এই ক্রীড়া অলিম্পিক্সের অংশ নয় এখনও। 

ইয়াস্তিকার বাবা ঐশ্বর্য আচার্য পেশায় একজন কন্ট্রাক্টর, তার তিন বোনের মধ্যে একজন ভারোত্তলক। তবে জানা গিয়েছে ইয়াস্তিকার মৃত্যুতে এখনও পর্যন্ত তার পরিবার কোনো আইনি মামলা দায়ের করেনি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। ইয়াস্তিকার মৃতদেহ ময়নাতদন্তের পরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Grok 3 xAI Chatbot: AI জমানায় প্রতিযোগিতার দৌড়ে আরও এক ধাপ এগোলেন ইলন মাস্ক, হাজির Grok 3