মণীশ শুক্ল খুনের তদন্তে সিআইডির তলব ব্যারাকপুর-টিটাগড়ের ২ তৃণমূল পুর প্রশাসককে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2020 11:23 AM (IST)
সূত্রের খবর, বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন, খুনের নেপথ্যে আদৌ তাঁদের কোনও ভূমিকা ছিল কিনা, জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
টিটাগড়: বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের তদন্তে দুই তৃণমূল পুর প্রশাসককে তলব করল সিআইডি। ব্যারাকপুরের এসবি অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী ও উত্তম দাস। মণীশ শুক্ল খুনে এফআইআরে নাম ছিল টিটাগড় পুরসভার পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাসের। সেই কারণেই দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। সূত্রের খবর, বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন, খুনের নেপথ্যে আদৌ তাঁদের কোনও ভূমিকা ছিল কিনা, জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।