কুপওয়ারা: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলায় নিরাপত্তা রক্ষীদের ক্যাম্পের কাছে আচমকা হওয়া বিস্ফোরণের (Blast) জেরে গুরুতর জখম হলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
সেনা আধিকারিকদের সূত্রে জানা গেছে, জখম হওয়া ওই মহিলারা হলেন নাহিদা আখথের ও আপরোজা বেগম। তাঁদের দু-জনেরই বাড়ি কুপওয়ারা গুজ্জরপাটি এলাকার চেক কীগম এলাকায়। জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে হান্দেওয়ারা একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শ্রীনগরের একটি হাসপাতালে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: Bangladesh Unrest: বাংলাদেশের বিষয়ে কেন্দ্রের পাশের বিরোধীরা, কে কী বললেন
বর্তমানে কীভাবে সেনা ক্যাম্পের সামনে বিস্ফোরণ হল এবং কারা এর সঙ্গে যুক্ত তা খুঁজে বের করার জন্য তল্লাশি চালু করেছে পুলিশ।
কুপওয়ারার পাশাপাশি মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয় নিরাপত্তা বাহিনীর। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনাটি ঘটেছে জম্মু ডিভিশনে উধমপুর জেলার বাসন্তগড় এলাকায়।
আরও পড়ুন: Sheikh Hasina: ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ছেন হাসিনা? এবার গন্তব্য কোথায়? বড় আপডেট!
এপ্রসঙ্গে উদমপুর-রাইসি জোনের ডিআইজি রাইস মহম্মদ ভাট নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, গোপন সূত্রে পাওয়া খবর পাওয়া যায় ভোরবেলার দিকে ওই এলাকায় কিছ জঙ্গি ঘোরাফেরা করছে। এরপরই আমাদের জওয়ানরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। এই সময় বাসন্তগড় থানার অন্তর্গত খানেজ এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাঁদের। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।