পরপর ভূমিধস, অসমে মৃত ২০, আহত বহু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2020 03:21 PM (IST)
গত কয়েকদিন ধরেই এই এলাকায় ভারী বৃষ্টি চলছিল। এমনিতেই ভয়াবহ বন্যার কবলে অসমের বড় অংশ।
ডিব্রুগড়: একের পর এক জেলায় ভূমিধস। তার জেরে মৃত্যু হল বারাক ভ্যালির ২০ জনের। দক্ষিণ অসমের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সূত্রের খবর, মৃতদের মধ্যে ৭ জন কাছাড় জেলার। ৭ জন হাইলাকান্দির। ৬ জন করিমগঞ্জের বাসিন্দা। গত কয়েকদিন ধরেই এই এলাকায় ভারী বৃষ্টি চলছিল। এমনিতেই ভয়াবহ বন্যার কবলে অসমের বড় অংশ। বন্যা দুর্গত ৩.৭২ লাখ মানুষ। গোয়ালপাড়ার অবস্থা সবথেকে খারাপ। এর উপর আবার ভূমিধস। সবমিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত অসম।