জম্মু: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে খতম হল তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, জঙ্গি উপস্থিতি সংক্রান্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন ভোরবেলা পাজলপোরায় চিরুনি-তল্লাশি শুরু করে বাহিনী। জওয়ানদের দেখতে পেয়েই তাঁদের ওপর গুলি চালাতে শুরু করে দেয় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। ঘটনাস্থলেই খতম হয় তিন কাশ্মীরি জঙ্গি। তাদের দেহ উদ্ধার করা পাঠিয়ে দেওয়া হয়েছে।





সোমবারই জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় মোবাইল ফোন পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার প্রত্যাহার করে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার পর থেকেই গোটা উপত্যকায় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।