আমদাবাদ: দীর্ঘ সাতমাস পর খুলল আমদাবাদের শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দরজা। প্রথম দিন মন্দিরে উৎসর্গ হওয়া প্রায় ৩ হাজার কেজি আপেল সাজিয়ে রাখা হয়।
দেবতার বেদীর দিকে ছোট ছোট ত্রিভূজাকৃতি মণ্ড করে সাজিয়ে রাখা হয়েছিল লাল, সবুজ ও সোনালী রঙের আপেলগুলি। পাশেপাশে মাটি ও দরাজের মাথাও সাজানো হয়েছিল আপেল দিয়ে।
প্রায় সাত মাস বন্ধ থাকার পর নবরাত্রি উপলক্ষে খোলা হয় মন্দিরের দরজা। গত মার্চ মাসের শেষ সপ্তাহ দেশব্যাপী করোনা লকডাউন কার্যকর হওয়া ইস্তক বন্ধ ছিল পর্যটকদের আকর্ষণের এই মন্দির।
জানা গিয়েছে, সাজিয়ে রাখা আপেলগুলি কোভিড-১৯ রোগীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এক পূজারী বলেন, পুজোর পর আপেলগুলি কোভিড-১৯ রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
শুধু স্বামীনারায়ণ মন্দির নয়, নবরাত্রি উপলক্ষে গুজরাতের একাধিক মন্দির পুনরায় খোলা হয়েছে। তবে, সর্বক্ষেত্রে সরকারের জারি করা কোভিড ও সোশ্যাল ডিস্টান্সিংয়ের শর্ত ও নিষেধাজ্ঞা মেনে চলতে হচ্ছে ভক্তদের।