বেঙ্গালুরু: ভারতের বহু-প্রত্যাশিত ‘গগনযান’ অভিযানের জন্য চার ভারতীয় মহাকাশচারীর নির্বাচন সম্পন্ন হয়েছে। চলতি মাস থেকেই তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। বছরের প্রথম দিনেই এই ঘোষণা করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চেয়ারম্যান কে শিবন।
‘গগনযান’-ই হতে চলেছে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান। বুধবার শিবন বলেন, চার নভশ্চর চিহ্নিত হয়ে গিয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাশিয়ায় তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি জানান, গগনযানের টেস্ট ফ্লাইট (মানবহীন) চলতি বছর মহাকাশে পাঠানো হবে।
গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গগনযানের জন্য ১২ জন টেস্ট পাইলটকে প্রাথমিকস্তরে বাছা হয়েছিল যাঁরা লেভেল-১ স্ক্রিনিং উত্তীর্ণ করেছিলেন। এরপর নভেম্বরে সেই তালিকা থেকে সাতজনকে ফের নির্বাচিত করা হয়। এঁরা দ্বিতীয় স্ক্রিনিং অতিক্রম করেন। এদিন চারজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন শিবন।
প্রসঙ্গত, ইসরোর প্রথম মানব মহাকাশ অভিযানের সম্ভাব্য যাত্রা ২০২২ সালে রাখা হয়েছে। এদিন শিবন এ-ও জানান, গগনযান-এর পাশাপাশি চন্দ্রযান ৩-এর প্রস্তুতিও সমানতালে চলছে।
‘গগনযান’ অভিযানের চার মহাকাশচারী চিহ্নিত, রাশিয়ায় প্রশিক্ষণ শুরু চলতি মাসেই: ইসরো চেয়ারম্যান কে শিবন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 03:28 PM (IST)
তিনি জানান, গগনযানের টেস্ট ফ্লাইট (মানবহীন) চলতি বছর মহাকাশে পাঠানো হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -