নয়াদিল্লি: দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের (সিডিএস) দায়িত্ব শুরু করলেন সদ্যপ্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
এদিন সকালে দিল্লিতে বিজয় স্মারকের সেনা মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করার পর দায়িত্ব তুলে নেন তিনি। প্রথম সিডিএসকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাওয়াত জানান, তাঁর দায়িত্ব হল তিন বাহিনীকে সুসংহত করে উন্নত পরিকল্পনা করা। তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতির থেকে দূরে রয়েছে। সরকারের নির্দেশে কাজ করে সেনা। তিনি আরও বলেন, সেনার তিন বাহিনী একটি টিম হিসাবে কাজ করবে। চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব ৩ বাহিনীকে সুসংহত করে উন্নত পরিকল্পনা করা।
মঙ্গলবারই, সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়েছেন বিপিন রাওয়াত। তাঁর স্থলাভিষিক্ত হন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এদিন রাওয়াতের গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সেনাপ্রধান, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিংহ ভাদৌরিয়া।
এদিন টুইটারে রাওয়াতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, জেনারেল বিপিন রাওয়াতের মাধ্যমে দেশ প্রথম সিডিএস পেল। নতুন বছর ও নতুন দশকের এই সূচনায় আমি উৎফুল্ল। আমি তাঁকে অভিনন্দন জানাই এবং একইসঙ্গে এই দায়িত্বের জন্য আগাম শুভেচ্ছা। উনি একজন অসামান্য অফিসার দেশের প্রবল উদ্দীপনার সঙ্গে দেশসেবা করেছেন।