কলকাতা: রাজ্যে এসে পৌঁছল কোভ্যাকসিনের ৫০ হাজার ডোজ। কেন্দ্রীয় সরকারের পাঠানো কোভ্যাকসিন এসে পৌঁছল রাজ্যে। গতকালও এসেছে ৫০ হাজার কোভ্যাকসিনের ডোজ। গতকাল হায়দরাবাদ থেকে এসেছে কোভ্যাকসিন। দুদিনে মোট ১ লক্ষ কোভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। জানা গিয়েছে, ইয়াসের কারণে দেরিতে এসে পৌঁছল ভ্যাকসিন। 


উল্লেখ্য, এর আগে হায়দরাবাদ থেকে আজ রাজ্যে আসে ৭৫ হাজার কোভ্যাকসিন। তার আগে গত ৯ মে রাজ্যে পৌঁছয় ১ লক্ষ কোভ্যাকসিন। আজ এই ডোজ পাঠানো হয় বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে।  তারপর সেখান থেকে বণ্টন হবে কোভ্যাকসিনের ডোজ।  রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ সকাল ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ৩৭ লক্ষ ২৩ হাজার ২০ জন করোনার ভ্যাকসিন পেয়েছেন। 


এদিকে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের স্লট বুকিং পিছোল কলকাতা পুরসভা। আজ থেকে ফের শুরু হবে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং। শনিবার থেকে মিলবে ভ্যাকসিন। অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণেই পিছোল স্লট বুকিং, জানাল পুর কর্তৃপক্ষ।


স্বস্তি দিয়ে কী রাজ্য, কী দেশ, কমছে করোনা সংক্রমণ। কিন্তু, মৃত্যু মিছিল থামছে না। আগের চেয়ে কমলেও, দেশজুড়ে এখনও সাড়ে তিন হাজার, চার হাজার করে মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। একই অবস্থা বাংলাতেও। সংক্রমণ কমছে, কিন্তু দৈনিক মৃত্যু এখনও দেড়শোর আশেপাশে ঘুরপাক খাচ্ছে। চিকিৎ‍সকরা বারবার একটাই কথা বলছেন, করোনাকে হারাতে হলে একমাত্র রাস্তা দ্রুত ভ্যাকসিনেশন। যত তাড়াতাড়ি দেশের সবাইকে ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া যাবে, ততই মঙ্গল।


কিন্তু, ভারতে এখনও যে গতিতে ভ্যাকসিনেশন চলছে, তা নিয়ে অসন্তুষ্ট বহু বিশেষজ্ঞই। দিকে দিকে ভ্যাকসিনের আকাল। দ্বিতীয় ডোজ যাও বা মিলছে, প্রথম ডোজ পেতে হিমসিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে হয়রানি রুখতে, কলকাতা পুরসভার তরফে লাইনে না দাঁড়িয়ে, ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, শুরু হওয়ার আগেই বিপত্তি। বৃহস্পতিবার থেকে স্লট বুকিং চালু করা সম্ভব হয়নি।  কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,  প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা। শুক্রবার থেকে ফের শুরু হবে কোভিশিল্ডের প্রথম ডোজের স্লট বুকিং। শনিবার থেকে মিলবে ভ্যাকসিন।