Viral News : তিনটি খুদে বাজপাখি। আর তাদের কীর্তিই এখন বিস্মিত করেছে গোটা বিশ্বকে। কারণ এই তিন পাখিই মাত্র ৫ দিনে পাড়ি দিয়েছে ৫০০০ কিলোমিটার। ভারতের মণিপুর থেকে জিম্বাবোয়ের হারারে- তে উড়ে গিয়েছে এই তিন পাখি। জানা গিয়েছে, এই তিনটি পাখি আমুর ফ্যালকন প্রজাতির, যারা বিশ্বের সবচেয়ে ছোট বাজপাখি। যে তিনটি পাখি এমন চমকে দেওয়ার মতো রেকর্ড গড়েছে, তাদের নাম আপাপাং, আলাং এবং আহু। স্যটেলাইট ট্যাগ পড়ানো ছিল এই তিন পাখির শরীরে।     

Continues below advertisement

খুদে তিন পাখির এই দারুণ কীর্তির কথা এক্স মাধ্যমে শেয়ার করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। 'লংগেস্ট রেকর্ডেড মাইগ্রেশন' রেকর্ড গড়ে ফেলেছে মণিপুরের এই তিনটি ছোট্ট বাজপাখি। ডিসেম্বর মাসেই মাত্র ৫ দিনের মধ্যে বহু মহাদেশ পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে আপাপাং, আলাং এবং আহু। সারা বিশ্বে এখন এই তিন খুদে বাজপাখিকে নিয়েই চলছে ব্যাপক আলোচনা। তাদের কীর্তি দেখে বিস্মিত পক্ষী বিশারদরাও। ক্রমশ এই পাখিদের সংখ্যা কমছে বিশ্বে। আর তাই তাদের গতিপ্রকৃতি এখন স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে নজরে রাখার চেষ্টা করা হচ্ছে। মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে নাগাল্যান্ড এবং মণিপুরের বন দফতরের তরফে।     

Continues below advertisement

আমুর ফ্যালকন, বিশ্বের বাজপাখিদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রজাতি। প্রত্যেক বছর প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এই বিশেষ বাজপাখিরা। আদতে এরা পরিযায়ী পাখি। মূলত সাইবেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেয় এই পাখিরা। যে পথে এই পাখিরা পাড়ি দেয়, সেই পথেই ফিরে আসে। আর যাত্রাপথে ভারতের উত্তর-পূর্বের কিছু জায়গা যেমন মণিপুর, নাগাল্যান্ড, অসমের কয়েকটা অংশ কিছুদিন বিশ্রাম নেয় পরিযায়ী পাখি আমুর ফ্যালকনরা। আপাপাং, আলং এবং আহু - তিনটি আমুর ফ্যালকনেরই আলাদা আলাদা এমন কিছু রেকর্ড রয়েছে যা চমকে দিয়েছে সকলকে। এবার নতুন রেকর্ড গড়ে আবারও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে এই তিন খুদে পাখি।