নয়াদিল্লি: করোনাভাইরাসের যুগে সব পজিটিভ ভাল খবর নয়। শরিক হিসেবে উড়ে এসে জুড়ে বসেছে পঙ্গপাল হানা, সাইক্লোন... চারদিকে এই নেগেটিভ খবরের মধ্যেই কিছু সত্যিকারের পজিটিভ খবর এলে মন অবশ্যই ভাল হয়ে যায়। ঠিক যেমনটা এল রাজধানী দিল্লি থেকে।


মারধর করে লীলাবতী কেদারনাথ দুবেকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মুম্বই নিবাসী ছেলে। কোনওমতে, ট্রেনে করে দিল্লি আসেন ৭০ বছর বয়সী বৃদ্ধা। সেখানে অন্য ছেলে যে থাকে! কিন্তু, লীলাবতীকে নিতে প্রত্যাখ্যান করে দিল্লিওয়ালা ছেলেও। পাগল বলে বের করে দেয়।





লীলাবতী জানিয়েছিলেন, তিনি দিল্লিতে বাকি জীবন ভিক্ষে করেও কাটিয়ে দেবেন। কিন্তু, যে ছেলেরা তাঁকে পাগল বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের কাছে ফিরবেন না। লীলাবতীর ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই অনেকেই সাহায্যর জন্য এগিয়ে আসেন।


অনেকে অভিনেতা সোনু সুদের কাছেও সাহায্য চান। সব জানতে পেরে অভিনেতা আশ্বাস দেন, তিনি কিছু সাহায্য করবেন। এখন দিল্লির একটি পরিবার লীলাবতীকে দত্তক নিয়েছে। দিল্লি-নিবাসী সমাজকর্মী কিরণ ভার্মা -- যিনি লীলাবতীকে দত্তক নিয়েছেন-- বলেন, আমি আরেকজন ঠাকুমাকে পেয়ে আশীর্বাদধন্য।


লীলাবতীর কোভডি-১৯ পরীক্ষাও হয়েছে। তবে, এখনও রিপোর্ট আসেনি।