নয়াদিল্লি: মানবশরীরে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করেছে প্রখ্যাত প্রস্তুতকারী সংস্থা এলি লিলি। শ্বাসপ্রশ্বাসে সমস্যার অসুখ থেকে সম্প্রতি সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের নমুনা থেকে তৈরি করা হয়েছে এই ওষুধ। সংস্থার তরফে জানানো হয়েছে, এই থেরাপি সফল ভাবে মানবশরীরে করোনা ভাইরাসের অ্যান্টবডি তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে।
পরীক্ষামূলক স্তরে থাকা এই ওষুধটিকে বলা হচ্ছে  LY-CoV555. ওষুধপ্রস্তুতকারী সংস্থা এলি লিলির ( Eli Lilly) সঙ্গে অ্যাবসেলেরা বায়োলজিক (AbCellera Biologics) একত্রে এই প্রথম কোনও থেরাপি তৈরি করছে। সংস্থার তরফে জানানো হয়, তারা হাসপাতালে কোভিড আক্রান্তদের উপর পরীক্ষা চালিয়ে দেখবে এই থেরাপি তাদের উপর কাজ করছে কি না। জুন মাসের শেষাশেষি এই পরীক্ষার ফল জানা যাবে। যদি ইতিবাচক ফল মেলে, তাহলে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই আসতে পারে করোনার অ্যান্টিবডি চিকিৎসা।
সংস্থার সূত্রে খবর, আমেরিকার বড় চিকিৎসা কেন্দ্রগুলি ও নিউইয়র্কের গ্রসম্যাস স্কুল অফ মেডিসিনের মতো হাসপাতালেও রোগীদের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। যদি এই পর্যায়ে সাফল্য মেলে, তাহলে হাসপাতালে ভরতি হননি, এমন রোগীদের শরীরেও প্রয়োগ করা হবে LY-CoV555।
এলি লিলির পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের শরীরে সিঙ্গল অ্যান্টিবডি থেরাপি ও পরে অ্যান্টিবডি-ককটেলও পরীক্ষা করে দেখা হবে।
এখনও পর্যন্ত এই রোগের কোনও প্রতিষেধক মেলেনি। পৃথিবীর বিভিন্ন দেশে চলছে অবিরাম পরীক্ষা। তবে নামি ওষুধ প্রস্তুতকারক সংস্থা হিসেবে এলি লিলির দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।