Andhra Roadshow: চন্দ্রবাবু নাইডুর রোড শো'য়ে চরম বিশৃঙ্খলা, ড্রেনে ঢুকে মৃত কমপক্ষে ৭

Chandrababu Naidu's Andhra Roadshow: স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেতাকে দেখতে প্রচন্ড ভিড় হয়। সেই সময়ই ড্রেনে পড়ে যান অনেকে। এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Continues below advertisement

নয়া দিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ( Chandrababu Naidu) একটি রোড শো (Road Show) চলাকালীন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেলোর জেলায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়। সেই ভিড়েই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেতাকে দেখতে প্রচন্ড ভিড় হয়। সেই সময়ই ড্রেনে পড়ে যান অনেকে। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে সূত্রের খবর।                                                                         

Continues below advertisement

নেলোর জেলার কান্দুকুরে তেলুগু দেশম পার্টির প্রধানের রোডশো চলছিল। সেই রোড শো-এর মাঝপথে একটি ড্রেনেজ খালের পাশে, তিনি তাঁর কনভয় থামিয়ে ভাষণ দিতে শুরু করেছিলেন। সেই সময় আচমকাই শুরু হয়ে বিশৃঙ্খলা। পুলিশ জানিয়েছে, সভাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন। সেই সময় ওই ড্রেনে পড়ে গিয়েছিলেন অনেকে। বহু আহতও হন। মৃত্যু হয়েছে ৮ জনের। 

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে সভা বন্ধ করেন চন্দ্রবাবু নাইডু। তারপর আহতদের দেখতে ছুটে যান হাসপাতালে। সেখানে মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। যদিও হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা সঙ্কটজনক নয়। মৃতদের আত্মীয়দের জন্য তিনি ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতরা যাতে উন্নত মানের চিকিৎসা সুবিধা পায়, তা নিশ্চিত করতে বার্তাও দিয়েছেন তিনি। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola