শ্রীনগর: দীপাবলীর মুখে আলোর উত্সবকে রক্তাক্ত করে তোলার সমুচিত ফল পেল পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি)২-৩ জন কম্যান্ডো সহ অন্তত ৮ পাক সেনা জওয়ান নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে হামলা করেছিল পাক সেনা। পাশাপাশি পাক সেনার মদতে ভারতে অনু্প্রবেশের চেষ্টাও করে সন্ত্রাসবাদীরা। তাদের ছক বানচাল করতে গিয়ে জম্মু ও কাশ্মীরে দুটি পৃথক জায়গায় তিন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। উরি সেক্টরে প্রাণ হারান ২জন, একজন গুরেজ সেক্টরে। সেনা সূত্রের খবর এটা।
বিনা প্ররোচনায় দীপাবলীর খুশির মেজাজকে কান্নায় পরিণত করায় পাল্টা পাক সেনার বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, পাকিস্তানি শিবিরে নিহতদের মধ্যে আছে ২-৩ জন পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের কম্য়ান্ডো। ১০-১২ জন পাক সেনা জওয়ান ভারতীয় সেনাবাহিনীর জবাবি গুলিচালনায় জখম হয়েছে। ভারতীয় বাহিনীর গোলাগুলিতে পাক সেনার প্রচুর সংখ্যক বাঙ্কার, অস্ত্রাগার, জ্বালানির ঘাঁটি ও লঞ্চ প্যাড ধ্বংস হয়েছে। লঞ্চ প্যাডগুলি তৈরি হয়েছিল সন্ত্রাসবাদীদের ভারতে হামলা করার সুবিধা করে দিতে।
সূত্রের খবর, পাকিস্তান দাওয়ার, কেরান, উরি, নগাঁম সমেত একাধিক সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও প্ররোচনা ছাড়াই যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়। তিনজন অসামরিক নাগরিক নিহত, অনেকে জখম হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাসূত্রটি। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।