লখনউ: উত্তরপ্রদেশের লখনউ ডিভিশনের (Uttar Pradesh Lucknow division) আটটি রেল স্টেশনের ফের নামবদল (Railway Stations Renamed) করা হল। যা নিয়ে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রককে তীব্র কটাক্ষ করেছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Samajwadi Party chief Akhilesh Yadav)।


এমনিতে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকে রাজ্য প্রশাসন একাধিক জায়গা, স্টেশন, হাসপাতাল ও রাস্তার নামবদল করেছে। এই নিয়ে ৯ বার এই নাম বদলের ঘটনা ঘটেছে যোগী  আদিত্যনাথের শাসনকালে। তবে এবার নামবদল উত্তরপ্রদেশ সরকারের তরফে নয় করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। 


আরও পড়ুন: TMC in Meghalaya: মেঘালয়ে বিরোধী দলের স্বীকৃতি তৃণমূলের, LoP মুকুল সাংমা


রেল মন্ত্রকের তরফে ২৭ অগাস্ট আনুষ্ঠানিকভাবে উত্তর রেলওয়ের অন্তর্গত আমেঠি জেলার লখনউ ডিভিশনের আটটি রেল স্টেশনের নামকরণ করা হয়েছে স্বাধীনতা সংগ্রামী ও সাধুদের নামে। মঙ্গলবার উত্তর রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবার থেকে কাশিমপুর হল্ট পরিচিত হবে জয়স সিটি রেলওয়ে স্টেশন, জয়সের নামকরণ হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম, মিসরাউলির নাম হয়েছে কালিকান ধাম ও বানি রেল স্টেশনের নাম হয়েছে স্বামী পরমহংস। নিহালগড়ের নাম হয়েছে মহারাজা বিজলি পাসি, আকবরগঞ্জের নাম হয়েছে মা আহোরা ভবানী ধাম. ওয়ারিসগঞ্জের নাম হয়েছে অমর শহিদ ভালে সুলতান ও ফুরসতগঞ্জের নাম হয়েছে তপেশ্বরনাথ ধাম।


আমেঠির প্রাক্তন বিজেপি সাংসদ স্মৃতি ইরানি গত ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে লখনউ ডিভিশনের এই আটটি স্টেশনের নামবদলের জন্য প্রস্তাব দিয়েছিল। যা অনুমোদন পায় মার্চে। কিন্তু, সেই সময় লোকসভা নির্বাচনের জন্য আদর্শ নির্বাচনী বিধি চালু হয়ে যায় নামবদলের বিষয়টি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ওই নামবদলের সরকারি নির্দেশ জারি হয় গত মঙ্গলবার।


আটটি রেল স্টেশনের নামবদলের বিষয়টিকে কটাক্ষ করে কেন্দ্রীয় সরকার ও রেলমন্ত্রককে তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি সরকারের উচিত এভাবে নামবদলের পরিবর্তে রেলওয়ে স্টেশনগুলির মানোন্নয়ন ও রেল দুর্ঘটনার ঘটনা কতটা কমানো যায় সেই দিকে নজর দেওয়া।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Andhra Hidden Camera Scandal: ছাত্রী হস্টেলের শৌচাগারে লুকনো ক্যামেরা! ধৃত কলেজেরই ছাত্র