অন্ধ্রপ্রদেশ: শিক্ষাঙ্গনে শিউরে ওঠার মতো অপরাধ। আর এটাতেও লক্ষ্য মহিলারা। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ। এখনও পথে-পথে প্রতিবাদ চলছে। আর সেইসময়েই সামনে এল অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ভয়াবহ ঘটনা সামনে এল। 


অন্ধ্রপ্রদেশের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের হস্টেলের শৌচাগারে লুকোনো ক্যামেরার হদিশ মিলল। এনডিটিভির প্রতিবেদন সূত্রের খবর, ওই ক্যামেরা লুকিয়ে ছাত্রীদের ছবি তুলত এবং পরে সেটা বিক্রি করে দেওয়া হতো বাইরে। কিছুক্ষেত্রে পড়ুয়াদের কাছেও বিক্রি করা হতো। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণন জেলার গুডলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।


বৃহস্পতিবার সন্ধেয় ওই হস্টেলের কিছু ছাত্রী ওই ক্যামেরার হদিশ পান। তারপরেই প্রবল ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরই বিক্ষোভ দেখানো শুরু হয়। বৃহস্পতিবার সন্ধে সাতটা শুরু হওয়া সেই বিক্ষোভ চলে শুক্রবার সকাল পর্যন্ত। এনডিটিভি প্রতিবেদন সূত্রের খবর, সেই বিক্ষোভেও ওঠে We Want Justice-এর ধ্বনি।


পুলিশ ছাত্রদের হস্টেল থেকে বি.টেক ফাইনাল ইয়ারের এক সিনিয়র ছাত্রকে গ্রেফতার করেছে এই ঘটনায় জড়িত হিসেবে। তার ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুর করেছে পুলিশ। 


পুলিশ সূত্রের খবর, ছাত্রীদের হস্টেলের শৌচাগারে ওই লুকনো ক্যামেরার মাধ্যমে অন্তত ৩০০ ছবি ও ভিডিও লিক করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কিছু পড়ুয়াও এই ছবি ও ভিডিও কিনেছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় প্রবল অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়েছে ছাত্রীদের মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বাইরের অথবা কলেজেরই আর কেউ জড়িত কি না তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ক্যামেরা সেট করা এবং বাকি প্রকৌশলী কাজগুলির সঙ্গে কারা যুক্ত ছিল সেটারও খোঁজ করা হচ্ছে।


এই দেশে বারবার এমন ঘটনা ঘটছে। যাতে বারবার প্রশ্নের মুখে পড়ছে নারী সুরক্ষায় মতো বিষয়টি। কাজের জায়গায় সুরক্ষার অভাব যেমন দেখা যাচ্ছে, তেমনই প্রশ্নের মুখে পড়ছে শিক্ষাক্ষেত্রের সুরক্ষার প্রশ্নও। একটি পড়াশোনার জায়গার হস্টেলে কেন ছাত্রীদের সুরক্ষার মতো বিষয়টি থাকবে না? কীভাবে ছাত্রী হস্টেলের শৌচাগারে কেউ ঢুকে ক্যামেরা লাগাতে পারে, কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্নও উঠছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: আর মাত্র কদিন! শনির আশীর্বাদে সোনায় মুড়ছে এই ৫ রাশির ভাগ্য