নয়াদিল্লি : রাজ্যের করোনা আবহে নতুন আশঙ্কার মেঘ! অন্তত কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কনট্রোলের (এনসিডিসি) দাবি তেমনটাই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এনসিডিসি-র চেয়ারম্যান চিকিৎসক এসকে সিংহ বলেছেন, 'দেশের মোট যে পরিমাণ চিন্তার ভ্যারিয়েন্টের (ডেল্টা ভ্যারিয়েন্ট) খোঁজ পাওয়া গিয়েছে তার অর্ধেকই ৮টি রাজ্যের মধ্যে। যে রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব, তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গ।'


দেশের ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মোট ১৭৪টি জেলায় ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে বলেও জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তথা প্রকারভেদ ডেল্টাকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন (চিন্তার ভ্যারিয়েন্ট) হিসেবে জানানো হয়েছিল। স্বাস্থ্যমহলের একাংশের বক্তব্য, অতি সংক্রামক এই  ডেল্টা ভ্যারিয়েন্টের হাত ধরেই দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।


পাশাপাশি কেন্দ্রের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, কোভ্যাক্সিন ও কোভিশিল্ড দুই ভ্যাকসিনই করোনার নতুন সমস্ত ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।



ডেল্টারও আরও এক ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসও ইতিমধ্যে পাওয়া গিয়েছে দেশে। এনসিডিসি জানিয়েছে, দেশে মোট ৪৫ হাজার স্যাম্পেল পরীক্ষা করে এখনও পর্যন্তচ ৫০-র বেশি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। দেশের ১১ রাজ্যে যা ছড়িয়ে গিয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই ২০ জনের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার খোঁজ মিলেছে।


গত মার্চে ইউরোপে প্রথম ধরা পড়েছিল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় বায়োটেকনোলজি বিভাগের সচিব রেণু স্বরূপ বলেছেন, 'কয়েকমাস আগে ব্রিটেনে প্রথম চিন্তার ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছিল। যার পর হু জানায় কোভিড ভাইরাসের নতুন চারটি প্রকারভেদ আলফা, বিটা, গামা ও ডেল্টার খোঁজ মিলেছে। ভারতেও খোঁজ পাওয়া গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের।' 


কিছুদিন আগেই এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া আশঙ্কা প্রকাশ করেছিলেন দ্রুত দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার। তার বিরুদ্ধে লড়াই করার জন্য দ্রুত সবার ভ্যাকসিনেশনই একমাত্র রাস্তা বলেও পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন তিনি।