মুম্বই: সঙ্কটগ্রস্ত পঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ (পিএমসি) ব্যাঙ্কে বড় অঙ্কের টাকা আমানত রেখে সর্বনাশের বলি আরও এক। ওই ব্যাঙ্কে ৮০ লক্ষ টাকা রেখেছিলেন ৮৩ বছর বয়সি মুরলীধর ধারা। তাঁর পরিবারের দাবি, রিজার্ভ ব্যাঙ্কের বিধিনিষেধের ফলে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পারায় মুরলীধরের জটিল হার্ট সার্জারির প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারেননি তাঁরা। ফলে তাঁর মৃত্যু হয়েছে। পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় ব্যাঙ্ক নির্দেশ দেয়, আমানতকারীরা মাথাপিছু ৪০ হাজারের বেশি তুলতে পারবেন না। তারপর থেকে এপর্যন্ত মুরলীধরকে নিয়ে চারজনের মর্মান্তিক পরিণতি হল।
জরুরি হার্ট সার্জারি না হওয়ায় তাঁর বাবা শহরতলি মুলুন্দের বাড়িতে মারা গিয়েছেন বলে মুরলীধরের ছেলে প্রেমের অভিযোগ। তিনি বলেছেন, ডাক্তাররা মুরলীধরের দ্রুত হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। কিন্তু ২৩ সেপ্টেম্বর পিএমসি ব্যাঙ্ক থেকে আমানত তোলায় নিয়ন্ত্রণ জারি হওয়ার পর তাঁরা প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারেননি।
যদিও রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশাবলীতে জরুরি চিকিত্সার ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। এক্ষেত্রে পিএমসি ব্যাঙ্ক মুরলীধরের পরিবারের নিয়ম শিথিল করার আর্জি প্রত্যাখ্যান করেছে কিনা, জানা যায়নি।
রিজার্ভ ব্যাঙ্ক প্রথমে ১০০০ টাকার বেশি তোলা যাবে না বলে জানিয়েছিল, তারপর তিন দফায় নির্দেশ দিয়ে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত পিএমসি ব্যাঙ্ক থেকে তোলায় ছাড়পত্র দেয়। রিজার্ভ ব্যাঙ্কের বিধিনিষেধ চাপার পর অসহায় পিএমসি আমানতকারীরা টাকা ফেরত্ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
মঙ্গলবার আমানতকারীদের প্রতিবাদ, বিক্ষোভে হাজির থাকার পর মারা যান ৫১ বছর বয়সি সুমিত গুলাটি, যিনি জেট এয়ারওয়েজ বিমান সংস্থা বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েন। নিবেদিতা জাগতিয়ানি নামে একদন আত্মহত্যা করেন। আরেক মুম্বইনিবাসী ফ্যাটো পঞ্জাবিরও মৃত্যু হয়। এঁদের প্রত্যেকেই বড় অঙ্কের টাকা ওই ব্যাঙ্কে আমানত রেখেছিলেন।
রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, দীর্ঘদিন তাদের অন্ধকারে রেখে রিয়েলটি সংস্থা এইচডিআইএলের সঙ্গে যোগসাজশে ওই ব্যাঙ্কের আর্থিক অনিয়ম হয়েছে। মোট আর্থিক কেলেঙ্কারির পরিমাণ ৪৩৫৫ কোটি টাকার বলে দাবি করেছে মুম্বই পুলিশ। ব্যাঙ্কের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর ও এইচডিআইএলের কয়েকজন সহ মোট ৫ জনকে এপর্যন্ত গ্রেফতার করেছে তারা।