আদিত্য প্রার্থী হয়েছেন দক্ষিণ মুম্বইয়ের ওরলি বিধানসভা কেন্দ্রে। ঠাকরে পরিবারের প্রথম সদস্য তিনি, যিনি ভোটের ময়দানে নামছেন। ১৯৬৬ সালে শিবসেনার জন্মের পর থেকে ঠাকরে বাড়ির কেউ ভোটে লড়েননি বা কোনও সাংবিধানিক পদেও থাকেননি। উদ্ধবের আত্মীয়, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে ২০১৪-র মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাসনা জানিয়েও পরে মত বদলান। শিবসেনা শরিক বিজেপির সঙ্গে জোট গড়েই ভোটে লড়ছে এবার। দফায় দফায় আলাপ-আলোচনার পর দুদলের আসনরফা হয়। ২৮৮টি বিধানসভা কেন্দ্রের ১২৪টিতে শিবসেনা, ১৫৪টিতে লড়বে বিজেপি। মহারাষ্ট্রে ভোটের মুখে শিবসেনায় যোগদান সলমনের দেহরক্ষী শেরার
Web Desk, ABP Ananda | 19 Oct 2019 02:05 PM (IST)
বলিউডের লোকজনের শিবসেনার পাশে দাঁড়ানো নতুন কিছু নয়। দিনকয়েক আগেই এবারের ভোটে প্রার্থী হওয়া আদিত্যকে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁকে ‘ছোট ভাই’ বলেছেন সঞ্জয়।
মুম্বই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দুদিন আগে শিবসেনায় যোগ দিলেন সলমন খানের দেহরক্ষী গুরমিত সিংহ যিনি শেরা নামেই বেশি পরিচিত। শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে, যুবসেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে শেরার তাদের দলে আনুষ্ঠানিক যোগদানের ছবি শিবসেনার সরকারি সোস্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। সেখানে তরবারি হাতে দেখা যাচ্ছে গেরুয়া শাল পরা শেরাকে। বলিউডের লোকজনের শিবসেনার পাশে দাঁড়ানো নতুন কিছু নয়। দিনকয়েক আগেই এবারের ভোটে প্রার্থী হওয়া আদিত্যকে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁকে ‘ছোট ভাই’ বলেছেন সঞ্জয়।