আগ্রা: আগ্রার এক ১০০ ছুঁই ছুঁই বৃদ্ধ করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ১৯২৩ সালে জন্ম নেওয়া ওই ব্যক্তি ভর্তি ছিলেন স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনা আশার আলো বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


ইনি দেশের অন্যতম প্রবীণ মানুষ যিনি করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন।

আগ্রার জেলা শাসক প্রভু এন সিংহ জানিয়েছেন, ৯৭ বছরের বৃদ্ধের করোনার মত রোগকে হার মানানো তাঁদের ঐতিহাসিক শহরের পক্ষে গর্বের বিষয়। তাঁদের দল ওই ব্যক্তির শারীরিক অবস্থার খেয়াল রাখছে। যেদিন তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে, তাঁরা আনন্দে ফেটে পড়েছিলেন। তাঁর সেরে ওঠা তাঁদের সকলের কাছে আশার আলো।

অন্যান্য যে বয়স্করা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের কাছে এই ১০০ ছুঁই ছুঁই মানুষের সেরে ওঠা প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন তিনি।

২৯ এপ্রিল ওই ব্যক্তি আগ্রার লেভেল ২ করোনা চিকিৎসা কেন্দ্র নায়াতি হাসপাতালে ভর্তি হন। করোনার পাশাপাশি তাঁর হাইপারটেনশনের সমস্যা ছিল, শরীরে অক্সিজেন যাচ্ছিল কম। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছেন।