মুম্বই: পরিযায়ী শ্রমিকদের কাজের সন্ধান দিতে এবার নয়া যজ্ঞে সামিল হলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সিঙ্গাপুর সরকারের সংস্থা টেমাসেকে-তে বিনিয়োগ করলেন সোনু। গুড ওয়ার্কারে সঙ্গে যৌথ উদ্য়োগে সামিল হলেন তিনি। ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছেন সোনু।
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্য়বস্থা করেছিলেন সোনু। কল্পতরু হয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা। এবার পরিযায়ী শ্রমিকদের রোজগারের পাকাপাকি ব্য়বস্থা করেন তিনি। চলতি বছর জুলাই মাসে প্রবাসী রোজগার অ্য়াপ চালু হয়। এডটেক এন্ড স্কিলিং কোম্পানি স্কুল নেট ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাপ যাত্রা শুরু করে। ইতিমধ্যেই ১০ লক্ষ চাকরিপ্রার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন সেখানে। তার মধ্যে অনেকেই আমাজন, ম্যাক্স, হেলথকেয়ার, পর্ষিয়া, আর আরবান কোম্পানি তে কাজ শুরু করেছেন।
বিবৃতি দিয়ে গুড ওয়ার্কার জানিয়েছে, ভারতের ১০ কোটি মানুষের আয়ের বন্দোবস্ত করা আমাদের লক্ষ্য। অর্থনীতি, স্বাস্থ্য, সুরক্ষার ক্ষেত্রে তাদের নিয়োগ করা হবে। আয়ের বন্দোবস্তের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২১ এর আগে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে বলে আশাবাদী সংস্থা। বলিউড অভিনেতা সোনু বলেন, ‘’এই যৌথ উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে তাঁদের জীবন সুরক্ষিত হবে। আমি খুব খুশি এই উদ্যোগে সামিল হতে পেরে। প্রবাসী রোজগারের এই মানবিক উদ্যোগ প্রশিক্ষিত হতে এবং রোজগারের পথ খুলে দিতে সাহায্য করবে।‘’