live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ
শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজই দাবি করেছেন, ২-৫ দিনেই মহারাষ্ট্রে সরকার তৈরি হচ্ছে। তিনি বলেছেন, তিনটে দল সরকার গড়তে নামলে প্রক্রিয়াটা দীর্ঘ তো হবেই। প্রক্রিয়া শুরু হয়েছে আজ। আসছে ২-৫ দিনেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে সরকার গঠিত হবে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণ চান, মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হওয়া উচিত।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Nov 2019 05:07 PM
প্রেক্ষাপট
মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোটের সরকার গঠনের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই উল্টো সুর সঞ্জয় নিরুপমের। প্রাক্তন কংগ্রেসি এমপি দলের শিবসেনার সঙ্গী হওয়া ‘ভুল’ হবে বলে অভিমত জানিয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তী...More
মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোটের সরকার গঠনের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই উল্টো সুর সঞ্জয় নিরুপমের। প্রাক্তন কংগ্রেসি এমপি দলের শিবসেনার সঙ্গী হওয়া ‘ভুল’ হবে বলে অভিমত জানিয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীকে এ ব্যাপারে কোনও চাপের কাছে নত হওয়া থেকে সাবধান করেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে তিনি সওয়াল করেছেন, কয়েক বছর আগে উত্তরপ্রদেশে বিএসপির সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছিল কংগ্রেস, এতটাই পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছিল, এমন নিদারুণ ব্যর্থ হয়েছিল যে, আজও তা পুনরুদ্ধার হয়নি। মহারাষ্ট্রেও আমরা সেই ভুল করতে চলেছি বলে ট্যুইটে মন্তব্য করেছেন নিরুপম। মহারাষ্ট্রে ১০৫ বিধায়ক নিয়ে একক বৃহত্তম বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কীভাবে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন সম্ভব, তার খুঁটিনাটি ব্যাপারে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কংগ্রেস, এনসিপি। ২১ অক্টোবরের বিধানসভা নির্বাচনে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৫৬, ৫৪ ৪৪টি আসন।নিরুপম আরও বলেছেন, কংগ্রেসের শিবসেনা সরকারের তিন নম্বর শরিক হওয়া মানে এখানে দলকে চিরসমাধিস্থ করা। কংগ্রেস সভানেত্রী যদি চাপের মুখে অবিচল থাকতে পারেন, তাহলেই ভাল।শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজই দাবি করেছেন, ২-৫ দিনেই মহারাষ্ট্রে সরকার তৈরি হচ্ছে। তিনি বলেছেন, তিনটে দল সরকার গড়তে নামলে প্রক্রিয়াটা দীর্ঘ তো হবেই। প্রক্রিয়া শুরু হয়েছে আজ। আসছে ২-৫ দিনেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে সরকার গঠিত হবে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণ চান, মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হওয়া উচিত। রাজ্যবাসীর ভাবনা এটাই যে, উদ্ধব ঠাকরেজি নেতৃত্ব দিন। মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে আজ মুম্বইয়ে এনসিপি সভাপতি শরদ পওয়ারের বাসভবনে বৈঠক হয়েছে কংগ্রেস, এনসিপি নেতাদের। ছিলেন আহমেদ পটেল, কে সি বেনুগোপাল, মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, সুপ্রিয়া সুলে প্রমুখ। এদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিক ভাবে আজ মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপির সঙ্গে জোট সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে সম্মতি দিয়েছে। কংগ্রেস সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে ফের কংগ্রেস, এনসিপি এ ব্যাপারে আলোচনায় বসবে। শুক্রবার মুম্বইয়ে শিবসেনার সঙ্গে ‘চূড়ান্ত বৈঠক’ হবে। কালই সরকার গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">