live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ

শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজই দাবি করেছেন, ২-৫ দিনেই মহারাষ্ট্রে সরকার তৈরি হচ্ছে। তিনি বলেছেন, তিনটে দল সরকার গড়তে নামলে প্রক্রিয়াটা দীর্ঘ তো হবেই। প্রক্রিয়া শুরু হয়েছে আজ। আসছে ২-৫ দিনেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে সরকার গঠিত হবে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণ চান, মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হওয়া উচিত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Nov 2019 05:07 PM

প্রেক্ষাপট

মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোটের সরকার গঠনের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই উল্টো সুর সঞ্জয় নিরুপমের। প্রাক্তন কংগ্রেসি এমপি দলের শিবসেনার সঙ্গী হওয়া ‘ভুল’ হবে বলে অভিমত জানিয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তী...More