নয়াদিল্লি: এখনও বেশ কিছুদিন কোভিড-১৯ এর সঙ্গে ঘর করতে হবে, এমনটাই জোর দিয়ে বললেন এইমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই করোনার গতিপ্রকৃতির সঙ্গে অনেকটাই পরিচিতি ঘটেছে তাঁর।
শুধু তাই নয়, ডা. গুলেরিয়ার ধারণা আগামী শীতে আবার নতুন করে প্রকোপ বাড়তে পারে এই অতিমারীর।
এই লড়াই যে সহজে শেষ হবার নয়, তা সরাসরি বলেই দিয়েছেন এইমসের এই বিশেষজ্ঞ। তিনি বলেছেন, লম্বা সময়ের লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে দেশের মানুষকে।
তাহলে এই মুহূর্তে কী করণীয়? তাঁর পরামর্শ হটস্পট গুলির উপর নজর রেখে সংক্রমণ আটকানোই এখন লক্ষ্য হওয়া উচিত। একই পদ্ধতিতে করোনা দমন হবে না, একেক জায়গার জন্য দরকার একেক রকম স্ট্র্যাটেজি, মত চিকিৎসকের।
দেশে করোনা সংক্রমণ রুখতে যে বিশেষজ্ঞ দল সব সময় গবেষণা চালাচ্ছেন, কর্মপদ্ধতি ঠিক করছেন, তাঁদের অগ্রণী ডা. গুলেরিয়া।
সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও এগিয়ে আসতে হবে অতিমারী রুখতে, মত তাঁর। এখনও পর্যন্ত বেসরকারী উদ্যোগ তেমন চোখে পড়ছে না বলে মনে হয়েছে তাঁর।
দেশ এখন লকডাউনের তৃতীয় দফার ২য় দিনে। আস্তে আস্তে বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করছে সরকার। কিন্তু এরপর বিধিনিষেধ শিথিল হলে বাড়তে পারে সংক্রমণ, আশঙ্কা চিকিৎসকের। তার জন্য ভারতে আরও অনেক বেশি বেড, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রয়োজন বলে মতপ্রকাশ করেছেন ডা. রণদীর গুলেরিয়া।
আগামী শীতে প্রকোপ বাড়বে করোনার? চিন্তার কথা শোনালেন এইমসের চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2020 01:43 PM (IST)
এই লড়াই যে সহজে শেষ হবার নয়, তা সরাসরি বলেই দিয়েছেন এইমসের এই বিশেষজ্ঞ। তিনি বলেছেন, লম্বা সময়ের লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে দেশের মানুষকে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -