নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে ফের অশান্তি সৃষ্টি ও নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধিতে মদত দেওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


সোমবার, ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে নন-অ্যালায়েন্ড মুভমেন্ট (ন্যাম) বা নির্জোট সম্মেলনে বক্তব্য রাখেন মোদি। সেখানেই তিনি বলেন, এমন একটা সময়ে যখন গোটা বিশ্ব কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে লড়াই করছে, সেখানে কিছু মানুষ দেশ ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে সন্ত্রাসবাদ, ভুয়ো খবর ও জাল ভিডিওর মতো বিষাক্ত ও বিপজ্জনক ভাইরাস ছড়াতে ব্যস্ত।





একদিকে কোভিড-১৯ এর থেকে মুক্তি চেয়ে পবিত্র রমজান মাসে প্রার্থনা ও প্রায়শ্চিত্ত করে চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমরা। সেখানেই, জম্মু ও কাশ্মীরে ঘটে চলেছে একের পর এক সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন।


প্রসঙ্গত, রবিবার, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, লান্স নায়েক দীনেশ সিংহ, নায়েক রাজেশ কুমার এবং পুলিশের এসআই কাজি শাকিল আহমেদ সহ পাঁচ নিরাপত্তাকর্মী কাশ্মীরের কুপওয়াড়া জেলায় পাক মদতপুষ্ট জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে মৃত্যুবরণ করেন। ওই এনকাউন্টারে খতম হয় ২ জঙ্গিও। তাদের একজনের নাম হায়দার। পাক নাগরিক। কাশ্মীরে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার।


মঙ্গলবারও, জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানায় ৩ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হান্দওয়াড়াতে ফের সিআরপিএফ জওয়ানের উপর হামলা চালায় জঙ্গিরা।