বিলবোর্ড তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা ইউজেনি জারেকি। করোনার ভয়ে ফাঁকা হয়ে যাওয়া টাইমস স্কয়ারের একটি বহুতলের মাথায় বসানো হয়েছে সেটি। গতকাল পর্যন্ত ওই ঘড়ি বলেছে, ৮০,০০০-এর বেশি করোনা মৃতের মধ্যে ৪৮,০০০-এর বেশি রোগীকে চেষ্টা করলে বাঁচানো যেত। আমেরিকাতেই এখনও পর্যন্ত করোনায় গোটা বিশ্বে সব থেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
জারেকির বক্তব্য, ৬০ শতাংশ করোনা মৃত্যুর কারণ ট্রাম্প প্রশাসন, যদি তারা সোশ্যাল ডিসট্যান্সিং বাধ্যতামূলক করত ও যে সময়ে স্কুল বন্ধ করা হয়েছে তার ঠিক এক সপ্তাহ আগে করত তবে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠত না। মধ্য এপ্রিলে বিখ্যাত মার্কিন সংক্রমিত রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি এই ‘অবহেলাকৃত’ মৃত্যুর ব্যাপারে যে মন্তব্য করেন তার ওপর ভিত্তি করে তাঁর ধারণা এগিয়েছে। ফসি বলেছিলেন, যদি আরও আগে থেকে রোগ প্রশমনের ব্যবস্থা করা হত, তবে আরও বেশি প্রাণ বাঁচত। যে প্রাণগুলি অপ্রয়োজনে এভাবে ঝরে পড়ল, তাদের দাবি, সঙ্কটকালে আরও দায়িত্বশীল প্রশাসন চেয়ে আমাদের মুখর হওয়া প্রয়োজন। জারেকি বলেছেন।
যেভাবে মৃত সৈন্যদের নামের তালিকা স্মৃতিসৌধে খোদাই করা থাকে, যাতে আমরা যুদ্ধের প্রকৃত মূল্য বুঝতে পারি, তেমনই প্রেসিডেন্টের দেরিতে সক্রিয় হওয়ার ফলে খোয়া যাওয়া এই প্রাণের সংখ্যা এভাবে জানান দিয়ে জনগণের প্রতি দায়িত্ব পালন করা হবে। -