ওয়াশিংটন: মার্কিন মুলুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ভারতীয়-মার্কিন ডাক্তারের। মুখ্যমন্ত্রীকে নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে জরুরি পদক্ষেপের আবেদন করেছেন ডঃ ইন্দ্রনীল বসু রায় নামে ওই চিকিত্সক। তিনি কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজিস্ট। ভারত ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ও জনস্বাস্থ্য সংক্রান্ত প্রফেসর পদেও কাজ করেছেন।
ভারতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা, মৃত্যু। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঘিরেও উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটেই চিঠিতে করোনাভাইরাসকে ভয়ানক প্রাণঘাতী, বিরল ধরনের সংক্রামক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীকে তাঁর পরামর্শ, কোনও কিছুই হাল্কা ভাবে নেবেন না, রাজ্যে ব্যাপক সংখ্যক মানুষের অসুস্থ হওয়া, মৃত্যু আটকাতে যাবতীয় ব্যবস্থা নিন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সহ ভারতের হয়তো এটা সৌভাগ্য যে, এখানে এক অন্য ধরনের ভাইরাস দেখা যাচ্ছে, যা থেকে খুব মারাত্মক সংক্রমণ হচ্ছে না।
মুখ্যমন্ত্রীকে তিনি চিঠিতে লিখেছেন, আমি এটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রমী ভাবে জনবহুল। ফলে ভাইরাসটা একটা বিশেষ এলাকাকে একবার সংক্রমিত করলে দাবানলের মতো ছড়িয়ে পড়বে, হাজার হাজার মানুষ তাতে আক্রান্ত হবেন, যাদের বেশ কিছু মারা যাবে।
এই প্রেক্ষাপটে কঠোর ভাবে সামাজিক দূরত্ববিধি মানা এবং এই বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়ে পশ্চিমের কয়েকটি দেশের মতো মৃত্যুমিছিল যাতে না ঘটায়, সেটা সুনিশ্চিত করা জরুরি বলেও অভিমত জানিয়েছেন ওই ডাক্তার। লিখেছেন, কোভিড-১৯ সঠিক ভাবে চিহ্নিত করে তার ছড়ানো রুখতে কঠোর মনোভাবের অভাবে যদি হাজার হাজার মানুষ সংক্রমিত হয়ে শয়ে শয়ে মৃত্যু হতে থাকে, তখন আপনি দুঃখ করবেন, কষ্ট পাবেন। সুতরাং কোনও কিছু হাল্কা ভাবে নিলে চলবে না। তাই আপনাকে বিনীত আবেদন, এই ভাইরাসের প্রাণঘাতী ক্ষমতা, এটা যে মানুষ মারার কল, এটা বোঝার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা নিন। দ্রুত হারে টেস্টিং, সংক্রমিতের সংস্পর্শে আসা সবাইকে আলাদা করা, লকডাউন পালনে বাধ্য করা সহ যথাযথ পদক্ষেপ নেওয়া পশ্চিমের মতো পরিস্থিতি হওয়া ঠেকাতে অবশ্যই একান্ত পালনীয়।
এর পাশাপাশি কোভিড-১৯ এ মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে ডাক্তারদের পরিবর্তে কমিটি গঠনের সিদ্ধান্তেও বিস্ময় প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন, এধরনের সংক্রমণ গোপন করে গিয়ে আইসোলেশনের মতো যথাযথ আগাম সাবধানতামূলক ব্যবস্থা না নেওয়ার ফলশ্রুতিতে মৃত্যু, বিপর্যয় ঘটে চলবে যা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কখনই চাইবেন না বলেই আমার নিশ্চিত বিশ্বাস।