নয়া দিল্লি: নিত্যদিন আধারের তথ্য হাতাতে জাল বুনছে প্রতারকরা। আপনার আধারকে আরও সুরক্ষিত করতে তালা দিন বায়োমেট্রিক তথ্যে। কীভাবে ইচ্ছেমতো লক/আনলক করতে পারবেন আপনার গোপন নথি ?


কেন বায়োমেট্রিক তথ্য গুরুত্বপূর্ণ ?


বর্তমানে আধার কার্ড যাচাইয়ের ক্ষেত্রে কাজে লাগে বায়োমেট্রিক তথ্য। মোবাইলের সিম কার্ড নিতে গেলে আধার কার্ড দেখতে চায় দোকানি। আপনার পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করা হয় আধার কার্ড। মূলত, কার্ড করার সময় আঙুলের ছাপের পাশাপাশি চোখের স্ক্যান বা আইরিস ডেটা নেয় আধার কর্তৃপক্ষ। এই তথ্যই নাম, ঠিকানা ও ছবির পাশাপাশি ব্যক্তির পরিচয় বোঝায়। সবার আঙুলের ছাপ আলাদা হওয়ায় দ্রুত এই বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে জানা যায় আপনার পরিচয়। 


একবার এই বায়োমেট্রিক ডেটা অন্যের হাতে পড়লে বিপদ বাড়বে আপনার। তাই আগে থাকতেই এর অপব্যবহার রুখতে ব্যবস্থা নিন। সম্প্রতি এই বিষয়ে মানুষের চিন্তা বাড়িয়েছে বেশ কয়েকটি খবর। যেখানে বলা হয়েছে, খোদ সরকারি পোর্টোল থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে দেশবাসীর আধার কার্ডের তথ্য। যদিও 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'(UIDAI)জানিয়েছে, হ্যাকার হানায় বায়োমেট্রিক তথ্য চুরি হওয়ার কোনও তথ্য তারা পায়নি। এবার আধার কার্ডের তথ্য আরও সুরক্ষিত করতে বায়োমেট্রিক ডেটা লক বা তালা দেওয়ার সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ।


কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যে তালা দেবেন ?


আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করা খুবই সহজ। এক মিনিটের মধ্যে এই কাজ করে ফেলতে পারবেন আপনি।


প্রথমে UIDAI-এর হোম পেজে গিয়ে https://resident.uidai.gov.in/biometric-lock-এ 
ঢুকুন।
এবার আধার কার্ড সার্ভিসে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন
১২ সংখ্যার আধার কার্ড নম্বর এখানে লিখুন
সিকিউরিটি কোড বা ক্যাপচা টাইপ করে এন্টার করুন
রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস মারফত আপানার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে
ওটিপি এন্টার করে একটি সিকিউরিটি কি বা নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন
এখানে আপনাকে 'এনাবেল বায়োমেট্রিক লকিং'-এর এনাবেলে ক্লিক করতে হবে।   
এই এক ক্লিকেই আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত বা লক হয়ে গেল


বায়োমেট্রিক লকের পর খেয়াল রাখুন এই বিষয়ে


একবার আধার কার্ডের বায়োমেট্রিক লক হলে আঙুলের ছাপ, আইরিস ডেটা বা চোখের স্ক্যানিংয়ের তথ্য কোনও জায়গায় যাচাইয়ের জন্য দিতে পারবেন না আপনি। এই কাজ করতে গেলে ফের 'এনাবেল বায়োমেট্রিক লকিং' অপশনে গিয়ে ডিসাবেল-এ ক্লিক করতে হবে আপনাকে। ১০ মিনিট এই ডেটা ব্যবহারের জন্য আপনাকে সময় দেবে আধার অথরিটি। পরে নিজে থেকেই ফের তা লক হয়ে যাবে।