নয়াদিল্লি: আসল ভেবে নকল আধার কার্ডকে আগলে রাখছেন? প্রতারকদের ফাঁদে পা দিয়ে অজান্তেই হারিয়ে ফেলছেন পরচিয়পত্রের গোপন নথি ? মাত্র কয়েকটা ধাপ পেরোলে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল।
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক।তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।
সম্প্রতি আধার আধার কার্ডের প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।
আপনার আধার কার্ড আসল না নকল চিনুন
১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন।
২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।
৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, জেন্ডার ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।
তবে এরপরও স্বস্তিতে থাকতে পারছে না গ্রাহক। অনেক ক্ষেত্রেই প্রতারক বা হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন আধার কার্ড হোল্ডাররা। তবে এই ক্ষেত্রেও বায়োমেট্রিক তথ্য লক করার সুযোগ দিচ্ছে আধার কর্তৃপক্ষ।
কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যে তালা দেবেন ?
আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করা খুবই সহজ। এক মিনিটের মধ্যে এই কাজ করে ফেলতে পারবেন আপনি।
১ প্রথমে UIDAI-এর হোম পেজে গিয়ে https://resident.uidai.gov.in/biometric-lock-এ ঢুকুন।
২ এবার আধার কার্ড সার্ভিসে গিয়ে লক/আনলক বায়োমেট্রিক বাটনে ক্লিক করুন
৩ ১২ সংখ্যার আধার কার্ড নম্বর এখানে লিখুন
৪ সিকিউরিটি কোড বা ক্যাপচা টাইপ করে এন্টার করুন
৫ রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস মারফত আপানার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে
৬ ওটিপি এন্টার করে একটি সিকিউরিটি কি বা নিজের পছন্দমতো পাসওয়ার্ড দিন
৭ এখানে আপনাকে 'এনাবেল বায়োমেট্রিক লকিং'-এর এনাবেলে ক্লিক করতে হবে।
৮ এই এক ক্লিকেই আপনার বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত বা লক হয়ে গেল
বায়োমেট্রিক লকের পর খেয়াল রাখুন এই বিষয়ে
একবার আধার কার্ডের বায়োমেট্রিক লক হলে আঙুলের ছাপ, আইরিস ডেটা বা চোখের স্ক্যানিংয়ের তথ্য কোনও জায়গায় যাচাইয়ের জন্য দিতে পারবেন না আপনি। এই কাজ করতে গেলে ফের 'এনাবেল বায়োমেট্রিক লকিং' অপশনে গিয়ে ডিসাবেল-এ ক্লিক করতে হবে আপনাকে। ১০ মিনিট এই ডেটা ব্যবহারের জন্য আপনাকে সময় দেবে আধার অথরিটি। পরে নিজে থেকেই ফের তা লক হয়ে যাবে।