নয়াদিল্লি: আজ ১ অক্টোবর। আজ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বেশ কিছু নিয়মে পরিবর্তন হচ্ছে। এই বদলের প্রভাব সাধারণ মানুষের পকেটেও পড়বে। অক্টোবর মাসের প্রথম এই দিন থেকে এলপিজি-র দাম সহ পেনশনের নিয়ম, ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট সহ বেশ কিছু পরিবর্তন হচ্ছে। দেখে নেওয়া যাক একনজরে। 


পেনশন


আজ থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নিয়মে বদল হচ্ছে। এখন থেকে দেশের প্রবীণ পেনশন প্রাপকরা, যাঁদের বয়স ৮০ বা তার বেশি, দেশের যে কোনও হেড পোস্ট অফিসে লাইফ সার্টিফিকেটে জমা দিতে পারবেন। এই প্রবীণদের হেড পোস্ট অফিসের জীবন প্রমাণ সেন্টারে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। এই কাজের জন্য এই প্রবীণদের ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডাক বিভাগরে নির্দেশ দেওয়া হয়েছে যে, জীবন প্রমাণ সেন্টারের আইডি বন্ধ থাকলে  তা অ্যাক্টিভেট নিতে।


চেকবুক


আজ থেকে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইলাহাবাদ ব্যাঙ্ক-এই তিনটি ব্যাঙ্কের চেকবুক ও এমআইসিআর কোডের বৈধতা শেষ হয়ে যাবে। এই ব্যাঙ্কগুলির সদ্যই অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে। এই সংযুক্তিকরণের জন্য অ্যাকাউন্ট ধারকদের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি ও এমআইসিআর কোডে বদল হয়েছে।


ক্রেডিড/ ডেবিট কার্ড


আজ থেকে অটো ডেবিট ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ না এ ব্যাপারে গ্রাহকদের অনুমোদন না আসে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ককে যে কোনও অটো ডেবিট পেমেন্টের জন্য গ্রাহককে ২৪ ঘণ্টা আগে নোটিফিকেশন পাঠাতে হবে। তবেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, যখন গ্রাহক তা কনফার্ম করবেন। এই নোটিফিকেশন গ্রাহকের কাছে এসএমএস বা ই-মেলের মাধ্যমেও পাঠানো হতে পারে। 


মহার্ঘ হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার



আজ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই।  ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।  এছাড়াও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। কাজেই এই মাসে আরও বাড়তে পারে পেট্রোল ও ডিজেলের দাম।



মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট


আজ থেকে মিউচুয়াল ফান্ডে লগ্নিতেও  বদল আসছে। এই বদল মিউচুয়াল ফান্ড হাউসে কর্মরত জুনিয়র কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোম্পানিতে কর্মরত জুনিয়র কর্মীদের তাঁদের বেতনের ১০ শতাংশ মিউচুয়াল ফান্ডের ইউনিটে লগ্নি করতে হবে। 


খাবারের বিলে এফএসএসএআই-এর রেজিস্ট্রেশন লেখা বাধ্যতামূলক



আজ থেকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত খাদ্যসামগ্রী সংক্রান্ত দোকানদার এই নির্দেশ দিয়েছে। খাদ্যসামগ্রী সংক্রান্ত সমস্ত দোকানদারদের এখন থেকে এফএসএসএআই-এর রেজিস্ট্রেশন লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও দোকান থেকে শুরু করে রেস্তোরাঁতে ডিসপ্লে-তে জানাতে হবে, তারা কোন খাদ্যসামগ্রীর ব্যবহার করছে। 


পোস্টাল অফিস এটিএম


-আজ থেকে এটিএম বা ডেবিট কার্ডের বার্ষিক মেনটেন্যান্স চার্জ ১২৫ টাকা হবে
-এসএমএস অ্যালার্ট পাঠানোর জন্য বছরে জিএসটি সহ ১২ টাকা চার্জ নেওয়া হবে
-এটিএম কার্ড খোওয়া গেলে নতুন ডেবিট কার্ড পেতে জিএসটি সহ ৩০০ টাকা দিতে হবে
-এটিএম  পিন হারালে ডুপ্লিকেট পিন পেতে ৫০ টাকা সহ জিএসটি দিতে হবে
-সেভিংস অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে এটিএম ও পিওএস ট্রানজাকশন বাতিল হলে গ্রাহকদের ২০ টাকা দিতে হবে।