ওয়াশিংটন: খুব শিগগিরিই ফের চাঁদে অভিযানের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এবার চাঁদের মাটিতে প্রথম পা পড়তে চলেছে কোনও নারীর, ওয়াশিংটনে ‘স্যাটেলাইট ২০১৯’ কনফারেন্সে এ-কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৫ বছরে আবার চাঁদে পা রাখবে আমেরিকা।’ সেই সঙ্গে মাইক আরও জানান, চাঁদে পা-রাখা বিশ্বের প্রথম মহিলা হবেন একজন মার্কিন নাগরিকই। এ-বছরেই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে যাত্রীসহ আমেরিকান রকেট।
মহাকাশের অপার রহস্য উদ্ঘাটন করতেই মার্কিন সরকার ‘স্যাটেলাইট ২০১৯ কনফারেন্স’-এর মতো অভিনব উদ্যোগ নিয়েছে। সারা বিশ্বের মহাকাশ গবেষক, বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। তাঁদের মতামত, ভাবনা, উন্নত গবেষণা মার্কিন চন্দ্রাভিজানের উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করবে বলে অভিমত মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এই কনফারেন্সে যোগ দিয়েছে, ১০৫টি দেশের প্রায় ১৫ হাজার বিজ্ঞানী ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা।
ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মাইক অভিযোগ করেন, রাশিয়া, চিন, উত্তর কোরিয়া, ইরান বৈদ্যুতিন আক্রমণের মাধ্যমে তাদের উপগ্রহের কাজ বন্ধ করা ও ধ্বংস করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, এখন আমেরিকা বিরোধী বিভিন্ন দেশ অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, এয়ারবোর্ন লেজার ইত্যাদি তৈরি করছে, যা মার্কিন প্রযুক্তির পক্ষে যথেষ্ট ঝুঁকিপূর্ণ। প্রেসিডেন্টের বার্তা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এখন জল,স্থলের মতো মহাকাশও যুদ্ধক্ষেত্র পরিণত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমেরিকাও নিজেদের সামরিক শক্তিকে পুনর্গঠন করছে।
চাঁদে পা-রাখা বিশ্বের প্রথম মহিলা হবেন একজন মার্কিন নাগরিকই, দাবি আমেরিকার
web desk, ABP Ananda
Updated at:
07 May 2019 03:37 PM (IST)
প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ৫ বছরে আবার চাঁদে পা রাখবে আমেরিকা। আর চাঁদে পা-রাখা বিশ্বের প্রথম মহিলা হবেন একজন মার্কিন নাগরিকই, ‘স্যাটেলাইট ২০১৯’ কনফারেন্সে এ-কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
মার্সেই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -