ভারুচ: প্রতি বছর দীপাবলির সময় কর্মীদের দামী উপহার দেওয়ার জন্য বিখ্যাত হীরে ব্যবসায়ী সবজি ঢোলাকিয়া এবার পরিবেশ সংক্রান্ত আইনের গেরোয় পড়লেন। তিনি নর্দমা নদীর উপর একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন। প্রশাসন জানিয়েছে, ওই নির্মাণ অবৈধ। এরপরেই ওই রাস্তা সরিয়ে ফেলার আশ্বাস দিয়েছেন ঢোলাকিয়া।
গুজরাতের ভারুচ জেলার জদেশ্বর গ্রামের কাছে নর্মদা নদীর তীরে একটি দ্বীপে খামারবাড়ি তৈরি করেছেন এই হীরে ব্যবসায়ী। সেখানে যাওয়ার জন্যই তিনি শুকনো নদীর বুকে কাঁচা রাস্তা তৈরি করেছেন। ভারুচের রাজস্ব আধিকারিক পি ডি পটেল জানিয়েছেন, ‘এই রাস্তা তিন মিটার চওড়া এবং তিন-চার ফুট উঁচু। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, এই রাস্তা সরিয়ে ফেলা হবে।’
ভারুচের জেলাশাসক রবিকুমার অরোরা জানিয়েছেন, ‘আমাকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে ওই দ্বীপে পৌঁছতে পারেন, তার জন্যই ওই রাস্তা তৈরি করা হয়েছিল। নদীতে জল থাকলে স্থানীয় লোকজন হয়তো নৌকা করে যাতায়াত করতেন। যেহেতু নদীতে জল নেই, তাই বালির বস্তা দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে ওই কাঠামো সরিয়ে ফেলা হবে।’
ঢোলাকিয়া বলেছেন, ‘আমার মতো অনেকেরই ওই দ্বীপে চাষের জমি আছে। ওই দ্বীপে পৌঁছনোর জন্যই আমরা রাস্তা তৈরি করেছিলাম। ওই দ্বীপে আমার একটি গোশালাও আছে। নদীতে যদি জল থাকত, তাহলে আমরা হয়তো নৌকা ব্যবহার করতাম। কিন্তু নদী এখন শুকনো। মানুষ কাদায় পা না দিয়ে যাতে ওপারে যেতে পারেন, সেই কারণেই আমরা ওই কাঠামো তৈরি করেছিলাম। কাঠামোটি সরিয়ে ফেলব।’
নর্মদা নদীর উপর ‘অবৈধ কাঁচা রাস্তা’, প্রশাসনের চাপে সরিয়ে নিতে রাজি সুরাতের হীরে ব্যবসায়ী সবজি ঢোলাকিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2019 01:57 PM (IST)
গুজরাতের ভারুচ জেলার জদেশ্বর গ্রামের কাছে নর্মদা নদীর তীরে একটি দ্বীপে খামারবাড়ি তৈরি করেছেন এই হীরে ব্যবসায়ী। সেখানে যাওয়ার জন্যই তিনি শুকনো নদীর বুকে কাঁচা রাস্তা তৈরি করেছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -