গৌতম বুদ্ধ নগরের সিনিয়র পুলিশ সুপার বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ‘আজ গুজব ছড়ানোর অভিযোগে দুই ব্যক্তিকে সতর্কতামূলক হেপাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন ১০০ নম্বরে ফোন করে অভিযোগ করেন, একটি সম্প্রদায় হিংসা ছড়ানোর ষড়যন্ত্র করছে। কিন্তু তদন্তে দেখা যায়, সেই অভিযোগ মিথ্যা। অপর ব্যক্তি একটি রাজনৈতিক দলের নেতা। তাঁর বিরুদ্ধে অতীতেও সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে যে কোনও ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করা হবে। পুলিশের পক্ষ থেকে তাই সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে।’
এদিকে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেওয়ার জন্য আজ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মুখ্যমন্ত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এর আগে ট্যুইট করে অমিত শাহ বলেন, ‘শ্রীরাম জন্মভূমির বিষয়ে সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়কে স্বাগত জানাচ্ছি। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি আমার আবেদন, এই রায় মেনে নিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এবং ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর প্রতি দায়বদ্ধ থাকুন। আমার দৃঢ় বিশ্বাস, সুপ্রিম কোর্টের এই রায় যুগান্তকারী প্রমাণিত হবে। এই রায় ভারতের সংস্কৃতি, অখণ্ডতা ও ঐক্যকে শক্তিশালী করব। দশকের পর দশক ধরে যে আইনি লড়াই চলছিল, আজ সেটি চূড়ান্ত আকার পেল। এর জন্য আইনি ব্যবস্থা ও বিচারপতিদের ধন্যবাদ জানাই। এত বছর ধরে যেসব প্রতিষ্ঠান, সাধু-সন্ত সম্প্রদায় এবং অসংখ্য মানুষ আইনি লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’