মুম্বই: তুমুল বাকযুদ্ধে জড়ালেন দেবেন্দ্র ফঢ়নবিশ, উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ ও মন্ত্রিত্ব ৫০-৫০ ফর্মূলায় বন্টনের দাবিতে অনড় শিবসেনা। তা মানতে নারাজ বিজেপিও। এ নিয়ে জটিলতা, সংঘাতের জেরে সরকার গঠনে ঐকমত্য অধরাই রয়েছে। আজ মধ্যরাতেই চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে সরকার গঠন না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা। এই প্রেক্ষাপটে আজ বিকালে রাজভবনে রাজ্যপাল কোশিয়ারির সঙ্গে দেখা করে ইস্তফাপত্র দেন মুখ্যমন্ত্রী ফঢ়নবিশ। তাঁর নিশানায় ছিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।


তিনি নতুন ক্ষমতা বন্টন সূত্র না বেরনোর জন্য শিবসেনাকে দায়ী করেন। শিবসেনা নেতারা অন্যায়, শোভনতার মাত্রা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করছেন বলেও দাবি করেন ফঢ়নবিশ। অচলাবস্থার জন্য ছোট শরিককেই দায়ী করেন তিনি।
পাল্টা উদ্ধব সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, এই প্রথম ঠাকরে পরিবারকে মিথ্যা বলায় অভিযুক্ত করা হচ্ছে। আমরা মিথ্যাবাদী নই। অমিত শাহকেও কাঠগড়ায় তুলে তিনি বলেন, বিজেপি সভাপতি ৫০-৫০ ফর্মূলায় রাজি হয়েছিলেন। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদ শিবসেনার চাই, ফের দাবি করে তিনি বলেন, সেনার কাউকে মুখ্যমন্ত্রী করতে শাহের আশীর্বাদ লাগবে না আমাদের। বাবাসাহেবকে (প্রয়াত বাল ঠাকরে) কথা দিয়েছিলাম, একদিন শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হবে। সেই প্রতিশ্রুতি পালন করব, সেজন্য আমার অমিত শাহ, ফঢ়নবিশকে লাগবে না।
শিবসেনা বিজেপির সঙ্গে জোট অটুট রাখতে দারুণ সহযোগিতা করেছে বলেও দাবি করেন উদ্ধব। কটাক্ষ করেন, এটা খুব দুঃখজনক যে, গঙ্গা সাফ করতে করতে ওদের মনটা দূষিত হয়ে উঠেছে। ভাবতে খারাপ লাগছে, ভুল লোকজনের সঙ্গে জোট করেছিলাম আমরা।
মিষ্টি কথায় শিবসেনাকে খতম করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির সঙ্গে তাঁরা কথাবার্তা চালাচ্ছেন, এ খবরও অস্বীকার করেন উদ্ধব। বলেন, আমরা কখনও আলোচনার দরজা বন্ধ ,করিনি। ওরা (বিজেপি) আমাদের মিথ্যা বলেছে। তাই আমরা কথা বলিনি। এখনও আমরা এনসিপি বা কংগ্রেসের সঙ্গে আলোচনা করিনি।
এদিকে শিবসেনা ১৫ নভেম্বর পর্যন্ত দলীয় বিধায়কদের একটি রিসর্টে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবনির্বাচিত বিধায়কদের জন্য সেখানে সুরক্ষা চেয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শিবসেনা সম্পাদক মিলিন্দ নারভেকর। শিবসেনার ভয়, বিজেপি তাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে। মালাদের রিট্রিট হোটেলে রাখা হবে বিধায়কদের। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬।
এদিন শোনা যাচ্ছিল, কংগ্রেসও পাছে বিজেপি ছিনিয়ে নেয়, সেই ভয়ে দলীয় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে। বিধায়কদের কোটি টাকার অফার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। বলা হয়, জয়পুরের একটি হোটেলে বিধায়কদের সরাচ্ছে কংগ্রেস। ৪৮ বিধায়ক ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন বলে খবর।