কলকাতা: অফিস কাছারি খুললেও, রাস্তায় নেই পর্যাপ্ত পরিবহণ। যার জেরে অফিস যেতে ও বাড়ি ফিরতে ভোগান্তির শিকার হতে হচ্ছে অফিসযাত্রীদের। একপ্রকার, পেটের দায়ে সোশ্যা ডিস্টান্সিংয়ের নিয়মকে শিকেয় তুলে কার্যত ভিড় বাসে করেই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিকল্প উপায়ের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের জন্য দুটি পৃথক শিফট চালু করার কথা ঘোষণা করলেন তিনি। মমতা বলেন, ‘রাজ্য সরকারি দফতরে দুটি শিফট চালু। প্রথম শিফট সকাল ৯.৩০-দুপুর ২.৩০। দ্বিতীয় শিফট দুপুর ১২.৩০- বিকেল ৫.৩০। ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত জোড়া শিফট চালু।’
এর পাশাপাশি, এক নজরে দেখে নেওয়া যাক, মুখ্যমন্ত্রী কী বলেছেন ---
- ‘বেসরকারি ক্ষেত্রে সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম চালু থাক’
- ‘বেসরকারি ক্ষেত্রেও শিফট ভাগ করা যেতে পারে’
- ‘তাহলে সবার অফিস আসতে সুবিধা হবে’
- ‘কর্মীদের এক ঘণ্টা দেরি হলেও লাল কালি নয়’
- ‘রাজ্যে ৫ হাজারের বেশি বাস চলছে’
- ‘এখনও কর্মস্থলে সবাই আসতে পারছেন না’
- ‘পর্যাপ্ত পরিবহণ না থাকায় মানুষের সমস্যা হচ্ছে’
- ‘কিন্তু সব কিছু বন্ধ করে রাখলেও সমস্যা’
- ‘একদিকে রোগের প্রকোপ, আরেকদিকে পেটের টান’
- ‘কেরলে শিক্ষকদের ৫ দিন বেতন কমানো হয়েছে শুনেছি’
- ‘কেন্দ্রও সিদ্ধান্ত নিয়েছে ১ দিনের বেতন কাটার’
- ‘কোনও উপায় নেই, দোকান খুলতে হচ্ছে’