জুনাগড়: বন্যপ্রাণ সংরক্ষণ আইন লঙ্ঘন করে একটি গোখরো এবং দু’টি বিষহীন সাপ হাতে নিয়ে গরবা নাচের অভিযোগে গুজরাতের জুনাগড়ে গ্রেফতার করা হল দুই মহিলা সহ পাঁচজনকে। তাঁদের আদালতে পেশ করা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে।
জুনাগড়ের উপ মুখ্য বনপাল সুনীল বেরওয়াল জানিয়েছেন, ‘গত ৬ অক্টোবর নবরাত্রি উৎসব উপলক্ষে জুনাগড় জেলার শিল গ্রামে একটি গোখরো ও দু’টি বিষহীন সাপ হাতে নিয়ে নাচতে দেখা যায় দুই মহিলা ও একটি মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা তদন্ত শুরু করি। তদন্তে জানা গিয়েছে, গোখরোটির বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছিল। দুই মহিলা, একটি মেয়ে, ওই অনুষ্ঠানের আয়োজক এবং সাপ সরবরাহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যেককে গ্রেফতার করা হয়। তাঁরা আদালত থেকে জামিন পেয়েছেন।’
গুজরাতের জুনাগড়ে হাতে সাপ নিয়ে গরবা নাচ, গ্রেফতার ২ মহিলা সহ ৫
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2019 06:24 PM (IST)
তদন্তে জানা গিয়েছে, গোখরোটির বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছিল।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -