আমদাবাদ: ১৩ বছরেরও বেশি সময় পরে আজ গুজরাতের (Gujarat) আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় (Ahmedabad serial bomb blast case) রায়দান করল বিশেষ আদালত। দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যুদণ্ড (Death sentence) দেওয়া হয়েছে। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ড (Life Imprisonment) দেওয়া হয়েছে। একসঙ্গে এত জনের মৃত্যুদণ্ড দেশে এর আগে হয়নি। রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এবার একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হল। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপিএ আইন অনুযায়ী আজ সাজা দেওয়া হল। 


বিশেষ আদালতের বিচারপতি এ আর পটেল আরও বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল,তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে।







২০০৮-এর ২৬ জুলাই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ। ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৬ জন। বিস্ফোরণে আহত হন ২৪০ জনের বেশি। আমদাবাদের দু’টি সরকারি হাসপাতালের সামনেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।


এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি। তদন্তে জানা যায়, শুধু আমদাবাদ নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।


আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে গুজরাতের বিশেষ আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। এই মামলারই আজ রায়দান করল বিশেষ আদালত।