নয়াদিল্লি: পশ্চিম দিল্লিতে গত শুক্রবার নর্দমা সাফাই করতে গিয়ে মৃত্যু হয় অনিল নামে ২৮ বছরের এক ব্যক্তির। শেষকৃত্যের জন্য অনিলের পরিবারের কাছে টাকাপয়সা ছিল না বলেই খবর। এ কারণে শ্মশানে অনিলের পরিবারের লোকজনকে সাহায্যের অপেক্ষায় কয়েক ঘন্টা বসে থাকতে হয়।
এরইমধ্যে অনিলের শিশু সন্তানের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। বাবার মরদেহের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছে শিশুটি। এই ছবি অভিনেতা মনোজ বাজপেয়ী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শেয়ার করেন এবং অনিলের পরিবারকে সাহায্যের আর্জি জানান।
এরইমধ্যে এক ব্যক্তি অনিলের পরিবারকে সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন। ২৪ ঘন্টায় ২৪ লক্ষ টাকা সংগ্রহের লক্ষ্য রাখা হয়েছিল। পরে তিনি ট্যুইট করে জানান, লক্ষ্যের থেকে বেশি ২৬ লক্ষ টাকা উঠেছে। ওই অর্থ অনিলের পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খরচ করা হবে।
দিল্লিতে নর্দমা সাফাইকর্মীদের মৃত্যুর খবর নতুন নয়। অনিলের মৃত্যুর কয়েকদিন আগেই মোতি নগরে নিকাশি নর্দমার ভেতর পাঁচ সাফাইকর্মীর মৃত্যু হয়েছিল। এই সাফাইকর্মীরা সাধারণত কোনও সুরক্ষা কবচ ছাড়াই কাজে নেমে পড়েন। সরকার এই সাফাইকর্মীদের নিয়ে বিভিন্ন দাবি করে থাকে। কিন্তু তাঁদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা অধরাই থেকে যায়।
অনিল স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনিই। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনিলের ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত। কিছুদিন আগে অনিলের বাবা-মায়ের মৃত্যু হয়েছিল।
বাবার দেহের পাশে দাঁড়িয়ে শিশুর কান্নার ছবিতে ভারাক্রান্ত হৃদয়, ট্যুইটার ক্যাম্পেনে উঠল ২৬ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2018 06:51 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -