বারাণসী: নজরে ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে, নিজের কেন্দ্র বারাণসীর জন্য ৫৫০ কোটির বেশি টাকার প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরসঙ্গেই, তিনি মনে করিয়ে দেন, আগের সরকারের আমলে কাশী ‘ঈশ্বরের দয়ায়’ ছিল। কিন্তু, গত চার বছরে তা অনেকটাই বদলে গিয়েছে।


মঙ্গলবার, যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে পুরনো কাশির জন্য ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম (আইপিডিএস) এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জন্য অটল ইনকিউবেশন সেন্টার। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক অপথ্যালমোলজি সেন্টারের শিলান্যাসও করেন মোদী।





দুদিনের বারাণসী সফর শেষে প্রধানমন্ত্রী বলেন, এখানে যে প্রভূত পরিমাণ কাজ হয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের প্রচেষ্টা ছিল, কাশীর ঐতিহ্য ও শতাব্দী-প্রাচীণ পরম্পরাকে রক্ষা করেই তাতে বদল নিয়ে আসা। আপনারা সকলেই, সেসময়ের সাক্ষী ছিলেন, যখন কাশী মহেশ্বরের দয়ায় ছিল।

পূর্বতন ইউপিএ সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, চার বছর আগে, এই ধর্মস্থানকে বদলে দেওয়ার অঙ্গীকার করেছিলেন কাশীবাসী। আজ, সেই তফাত স্পষ্ট। তিনি দাবি করেন, রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার আসার পর থেকেই উন্নয়নে গতি এসেছে।