কলকাতা: বাংলায় একটার পর একটা আঘাত এসে পড়েছে। ‘একদিকে কোভিড, আরেকদিকে উমপুন-- সবকিছুর মোকাবিলা একসঙ্গে করতে হচ্ছে।’ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ পার্কে পরিবেশ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মমতা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তিনি মনে করিয়ে দেন, ৩ মাস ধরে সরকারের কোনও আয় নেই। তাও রাজ্যকে নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে। দেনা শোধ করতে হচ্ছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন --
- ‘বাংলার ওপর একটার পর একটা আঘাত’
- ‘একদিকে কোভিড, আরেকদিকে উমপুন’
- ‘সবকিছুর মোকাবিলা একসঙ্গে করতে হচ্ছে’
- ‘২৫ লক্ষ চাষীকে সাহায্য করা হয়েছে’
- ‘৫ লক্ষ গৃহহীনকে আর্থিক সাহায্য করা হয়েছে’
- ‘প্রায় ১ লক্ষ পান বরজের মালিককে সাহায্য’
- ‘৩ মাস ধরে সরকারের কোনও আয় নেই’
- ‘আয় নেই, তাও বেতন, পেনশন দিতে হচ্ছে’
- ‘সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে’
- ‘৫৫ হাজার কোটি টাকার দেনা শোধ করতে হচ্ছে’
- ‘তাও রাজ্যে নিয়মিত বেতন-পেনশন হচ্ছে’
- ‘পরিযায়ী শ্রমিকের ট্রেন-বাস ভাড়া দিয়েছি’
- ‘আরও দেড় লক্ষ শ্রমিক ট্রেনে ফিরবে’
- ‘আরও দেড় লক্ষ শ্রমিক ট্রেনে ফিরবে’
- ‘পরিয়ায়ীদের নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই’
- ‘ট্রেনের মধ্যেই অনেকে মারা যাচ্ছেন’
- ‘বাংলার প্রতি বঞ্চনা করছে দিল্লি’
- ‘উমপুনে সুন্দরবনের অনেক ম্যানগ্রোভ নষ্ট’
- দূষণ নিয়ন্ত্রণের জন্য ১০ হাজার গাছ লাগানো হবে’
- ‘বড় ও মোটা গাছ লাগাবেন না’
- ‘সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ লাগাতে হবে’
- ‘কলকাতায় গাছ লাগাতে ১০০ কোটি টাকা খরচ’
- ‘পশ্চিমবঙ্গে আরও সাড়ে ৩ কোটি গাছ লাগানো হবে’
- ‘১৪ জুলাই থেকে ফের গাছ লাগানো শুরু হবে’
- ‘ফণীর সময় ভুবনেশ্বরে ১ মাস বিদ্যুৎ ছিল না’
- ‘চেন্নাইয়েও ১ মাস পর্যন্ত জল জমে থাকে’
- ‘দুর্যোগ হলে রাজনীতি হিসেবে দেখবেন না’
- ‘আমরা লড়ছি, আরেকটা দল বলছে এদের তাড়াও’
- ‘এটা রাজনীতি করার সময়’
- ‘আমি তো বলিনি মোদিকে তাড়িয়ে দাও’
- ‘রাজনীতি না করে মানুষের সেবা করুন’
- ‘ভয়ে ৩ মাস বাইরে কেউ বেরোননি’
- ‘একমাত্র আমরাই নিয়মিত কাজ করে গেছি’
- ‘সবুজের আঁচল দিয়ে বাংলা রক্ষা করতে হবে’
- ‘করোনা, দুর্যোগ, চক্রান্ত সব হারবে, এগোবে বাংলা’