পাকিস্তানের আবহাওয়া দফতরের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বত। ভূগর্ভের ২০৮ কিমি গভীরে সৃষ্টি হয় কম্পন। পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, লাহৌর, কোহাত, সোয়াত, মিয়াওয়ালি, সারগোধার মতো শহরগুলিতে কম্পন অনুভূত হয়।
এর আগে আজ সকাল ৭.৩৮ মিনিটে করাচিতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশেও সমুদ্রের তলদেশে ১৭ কিমি গভীরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। সুনামির সতর্কতা জারি হয়নি।