নয়াদিল্লি: সিবিআই-এর নতুন অধিকর্তা নিযুক্ত হলেন ১৯৮৩-র ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার ঋষি কুমার শুক্ল। তিনি মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি। দু’বছরের জন্য সিবিআই অধিকর্তা হলেন এই আইপিএস অফিসার।

গত ১০ জানুয়ারি অলোক বর্মার অপসারণের পর থেকেই সিবিআই অধিকর্তার পদ শূন্য ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের নিয়োগ কমিটি গত ৯ দিনে দু’বার বৈঠকে বসে। ৭০ জন প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়। তাঁদের মধ্যে ছিলেন ১৯৮৪-র ব্যাচের তিন সিনিয়র আইপিএস অফিসার রজনীকান্ত মিশ্র, জাভেদ আহমেদ ও এস এস দেশোয়াল। তবে সবাইকে পিছনে ফেলে সিবিআই অধিকর্তা হলেন ঋষি। তাঁর নিয়োগ অনুমোদন করেছে মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটি।