হিন্দু সংগঠনের নেতাদের খুনের ছক? কোয়েম্বাটুরে গ্রেফতার ৫
Web Desk, ABP Ananda | 03 Sep 2018 02:03 PM (IST)
কোয়েম্বাটুর: তামিলনাড়ুর একটি হিন্দু সংগঠনের নেতাদের খুনের ছক কষার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)। সূত্র মারফত খবর পেয়ে চেন্নাই থেকে এখানে পৌঁছানো ৪ জনকে গতকাল আটক করে তারা। ওই চারজনকে নিতে আসা আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। চারজনই ওখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ওদের জেরা করে বেরিয়েছে যে, হিন্দু মাক্কাল কাচ্চির নেতা অর্জুন সম্পত ও হিন্দু মুন্নানি নেতা মুকাম্বিকাই সহ কয়েকজনকে খতম করার প্ল্যান ছিল ওদের। ৫ জনকেই ষড়যন্ত্র ও বেআইনি কার্যকলাপ রোধ আইনে গ্রেফতার করে কোয়েম্বাটুরের সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। পাশাপাশি ওদের হিটলিস্টে নাম থাকা হিন্দু সংগঠনের নেতাদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।