লখনউয়ে খালে পড়ল বিয়েবাড়ির গাড়ি, তলিয়ে গেল সাতটি শিশু, উদ্ধার তিনটি দেহ
Web Desk, ABP Ananda | 20 Jun 2019 07:00 PM (IST)
ওই গাড়িতে থাকা এক মহিলা জানিয়েছেন, গাড়িচালক মদ্যপান করেছিলেন। তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে মর্মান্তিক দুর্ঘটনা। খালে পড়ে গেল বিয়েবাড়ি থেকে আসা একটি গাড়ি। সেই গাড়িতে থাকা সাতটি শিশু নিখোঁজ হয়ে যায়। পরে তাদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। লখনউয়ের জেলাশাসক কৌশল রাজ জানিয়েছেন, ‘আজ ভোর তিনটে নাগাদ নাগরাম অঞ্চলের ইন্দিরা খালে পড়ে যায় গাড়িটি। বারাবাঁকিতে একটি বিয়েবাড়ি থেকে ফেরা গাড়িটিতে ছিলেন ২৯ জন। দুর্ঘটনার পর খাল থেকে ২২ জনকে উদ্ধার করা হলেও, সাতটি শিশুর খোঁজ মিলছিল না। তাদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে। মনে হচ্ছে স্রোতে ভেসে গিয়েছে তারা। চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজ চলছে।’ ওই গাড়িতে থাকা এক মহিলা জানিয়েছেন, ‘গাড়িচালক মদ্যপান করেছিলেন। তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার তাঁকে গতি কমানোর কথা বলছিলেন। কিন্তু সে কথায় কান দেননি চালক। তিনি একটি বাঁকের মুখে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এর ফলেই দুর্ঘটনা ঘটে।’ মোহনলালগঞ্জের মহকুমা শাসক সূর্যকান্ত জানিয়েছেন, ‘চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল সেটা জানার জন্য গাড়িটিও পরীক্ষা করা হচ্ছে।’